আমাদের কথা খুঁজে নিন

   

আরেক শ্রাবণ

আমি একজন বাঙ্গালি রমনী.......

শ্রাবণের আগমন কল্পে বর্ষা স্নাত এই মন কাব্য রসে মেতে ওঠে বারেবার রিমঝিম বূষ্টির ছন্দে আনমনে সুরের মূর্ছনায় হারিয়া যায় কাব্যময়ী হাওয়া ওঠে আমার স্বপ্ন বিলাস এ মেতে ওঠা প্রকৃতি অর্থহীনভাবে ভেজা মন ভাবে তোমায় মনের ক্যানভাসে খেলা করে সেই মধ্যরাত সেই বৃষ্টিস্নাত ক্ষণ সেই দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে তোমার হেটে চলা আমি আরো আনমনে ভেবে যাই সেই বৃষ্টির রহস্যময়ী শব্দ যা আমার কর্ণে আজও নতুন আর ভেবে যাই এমন শ্রাবণ বেলায় এমন বৃষ্টির রিমঝিম শব্দতলে কোনো সবুজ বনানির কোনো এক স্বপ্নময় বর্ষার দিনে বৃষ্টি স্নানে মুগ্ধ তুমি আমায় বলবে ভালোবাসি ঠিক শ্রাবণ দিনের বৃষ্টির মত করে… এভাবেই ভেবে ভেবে কেটে যায় আমার আরেক শ্রাবণ.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।