আমাদের কথা খুঁজে নিন

   

২০২২ বিশ্বকাপে খেলতে আশাবাদী খাজা রহমত

তিনিও ২০২২ বিশ্বকাপ হকিতে বাংলাদেশের খেলার ব্যাপারে আশাবাদী। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা কোনো অবাস্তব স্বপ্ন দেখছি না। আমরা যে পরিকল্পনা নিচ্ছি তা কার‌্যকর হলে অবশ্যই ২০২২ বিশ্বকাপে খেলা সম্ভব। এই লক্ষ্য অর্জনের ব্যাপারে আমি আশাবাদী। ” “আমাদের দেশে প্রতিভার অভাব নেই।

তাদের সঠিক পরিচর্যা করতে চাই আমরা। তাহলেই অভীষ্ঠ লক্ষে পৌঁছানো সম্ভব। ” জাতীয় স্কুল হকির পৃষ্ঠপোষক হিসেবে ২ কোটি টাকা দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। শনিবার হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারীর কাছে এক কোটি টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এএমএম জাকারিয়া। প্রতিযোগিতা শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাকি টাকা দেয়া হবে।

আগে ৩০-৩২টি স্কুল অংশ নিলেও এবার শতাধিক স্কুল নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা নিয়েছে হকি ফেডারেশন। দেশের ৬৪ জেলাকেই এই প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.