আমাদের কথা খুঁজে নিন

   

নির্ধারিত সময়ে সংশোধিত গঠনতন্ত্র জমা দেবে না জামায়াত



নির্বাচন কমিশনের (ইসি) বেঁধে দেয়া সময়ের (১০ জুন) মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা দিচ্ছে না জামায়াত। এখন দলীয় গঠনতন্ত্র জমা দেয়ার আগে ইসির সাথে আলোচনায় বসার গোঁ ধরেছে তারা। এজন্য ইসিতে উচ্চ পদস্থ ১০ জামায়াত নেতার তাালিকাও পাঠিয়েছে তারা। ইসিতে পাঠানো এক চিঠিতে আগামী সপ্তাহে আলোচনায় বসার সময় চেয়েছে জামায়াত। উল্লেখ্য, দলীয় গঠনতন্ত্রে বড় ধরনের অসঙ্গতি থাকায় সংশোধিত আকারে তা জমা দিতে জামায়াতকে তৃতীয় দফায় ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসি।

কিন্তু জামায়াত তাদের চিঠিতে জানিয়েছে, ইসির সাথে আলোচনায় জমা দেওয়া গঠনতন্ত্রের পক্ষে যুক্তি তুলে ধরবে তারা। আর ইসির প্রত্যাশা অনুযায়ী গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত নেবে আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য দলের মজলিসে শূরার বৈঠকে। এদিকে গঠনতন্ত্র সংশোধনে জামায়াতকে আর সময় দেয়া হবে কিনা জানতে চাইলে ইসির আইন কর্মকর্তা যুগ্ম-সচিব এনআইখান শীর্ষ নিউজ ডটকমকে বলেন, এ বিষয়ে সভায় সিদ্ধান্ত নেবে কমিশন। জামায়াতের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত পরে জানানো হবে। ইসি সূত্রে জানা যায়, একমাত্র জামায়াত ছাড়া সবদলই সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে।

এর প্রেক্ষিতে চলতি মে মাসের শুরুতে ছোটখাট ভুল সংশোধন করতে ২০ নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ মে পর্যন্ত সময় দেয় ইসি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এসব দল গঠনতন্ত্র সংশোধন করে ইসিতে জমা দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.