আমাদের কথা খুঁজে নিন

   

পাতাল রেলে ভ্রমণ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

পাতাল রেলে ভ্রমণ শাফিক আফতাব........................ পাতাল রেখে যখন প্রথম ভ্রমণ করি মনে হলো এরচে আরামময় ভ্রমণ পৃথিবীতে আর নাই। যখন আমি তোমাকে ছুঁই___ মনে হয় এরচে সুন্দর কিছু আর পৃথিবীতে নাই।

বস্তুত তুমি এলেই পাতাল রেলে চলে আবহমান ট্রন না এলে শূন্য পড়ে থাকে প্লাটফর্ম __ বেকার পড়ে থাকে রেললাইন আর দীর্ঘ সবুজ ট্রেন__ জলাবদ্ধতায় পরিপূর্ণ সোয়ারেজ লেন___ তুমি এলে অকস্মাৎ ভঙ্গ বিধিবিধান আর আইন। ভালোবাসা তো আইনের খেলা নয়__ নয় নির্ধারিত সময়ের ট্রেন : তুমি এলেই ভালোবাসারা জেগে ওঠে__ আকাশে তারা ওঠে পাতালে জমে সোনাদানা আর মোহর খনিজ___ তোমার মুখে তখন ভালোবাসার খই ফোটে। নিশিরাতে এসো আমরা পাতাল রেলে যাবো সাইবেরিয়ার জঙ্গল পিছনে পড়ে থাক, দ্বন্দ্ব সংঘাত রাজনীতি আর জটিলতার দঙ্গল। ২৪.০৮.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.