আমাদের কথা খুঁজে নিন

   

বিরহ

mrchy_84@yahoo.com

বিরহ আজ বেঁধেছে বাসা আমার মনের গহীনে বিষাক্ত সময় কাটে না যেন, থাকি তোমারি বিহনে তুমি বিনা আজ পারিনা কেন দিন রজনী করিতে পার আজকে তাই কেবলি প্রশ্ন কে তুমি? তুমি কার? এখন আর ঘুম ভাঙ্গে না কোন নূপূরের শব্দে কোন গানের সুর ওঠেনা তোমারি কন্ঠে কোন কবিতা যেন তাল খুঁজে পায় না তোমারি ঠোঁটে আজ কেবলি মনে হয় ধরণীর বুকে যেন আর কখনোই ফুল না ফোটে উসকো খুসকো চুলে হেঁটে চলা ছেলেটির আজ চেনা পথকেও অচেনা লাগছে মন্থর গতিতে তাই কিছু সময় পর পর পিছু পানে ফিরে দেখছে তার চাওয়াতে ছিল কি? আজ তা যেন তার কাছে অজানা দুঃখ থেকে কাঙ্খিত স্বপ্নগুলোকে তার কাছে মনে হয় অচেনা তোমারি পানে চাহিয়াই কাটছিল উদ্বেলিত সেই বেলা আজ তব কি অপরাধে করিলে মোরে অবহেলা বুঝিনি আজো কেবলি ছলনায় কেটেছিল কি সেই দিনগুলো নাকি আমার ভাবনায় আছে ভূল তুমিই বলো আমি আজ বুঝিনা কবিতা, বুঝিনা কোন গান আজ কেবলি মনে হয় ধরা হারিয়েছে তার প্রাণ মনে পরে কেবলি কিছু রোমান্চিত করা স্মৃতি তার যদিও রাখনি মূল্য টেনে দিয়েছ ইতি তাইতো আজ সঙ্গীবিহীন চলেছি আমি একা ধরণীর কঠিন রূপ তাতো মোর দেখা যা পাবার পেয়েগেছি তা খুঁজিনা তাই আর কিছু তব কেন হায় মনের কোণের বিরহ ছাড়েনা পিছু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।