আমাদের কথা খুঁজে নিন

   

বিরহ বল

নিজেকে চেন। অলস, বসন্ত দুপুরে, বেদনার সাম্রাজ্য বহুদূর চারিধারে। অফুরন্ত বিরহ বেদনার ছড়াছড়ি। অভিমানে সুখ গুলো বহুদূর, যন্ত্রনায় ক্লান্ত মন উচাটন। এই বিরহ বসন্তে - প্রকৃতি মাতায় তোমায় রূপের ঝলকে।

এইতো আবার ফিরে এলো পাতা ঝরার দিন- সময় চক্রে বসে। উচ্ছন্নে যাওয়া মন তবু কি দিশে পায়, আজি ফিরিবার পথে? যে দিকে তাকাবে দীপ্ত নয়নে, পরশে কোমল ছোয়া, দেখিবে বসন্ত দিয়েছে ফিরিয়ে নতুন প্রানের দোলা। অদূরে পাহাড় গর্বে দাড়িয়ে শত বসন্তের চিহ্ন। রাতের আধার ম্লান হয়ে যায় অজস্র ফুলের সৌরভে। দিগন্তে আখি করো প্রসারিত।

সম্মুখে উম্মত্ত প্রান্তর, সময় চক্রে আসছে ধেয়ে কাল বৈশাখী ঝড়। জেনে রেখো তুমি, সে-ই আমার বিরহ বহিবার বল। ছফুরা আক্তার খাতুন রচনাকাল: ০৪/০৪/২০০৪ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।