আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক এবং আমাদের মোস্তাফা জব্বার

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

সন্দেহ একটি বড় মিথ্যা। (আল-হাদিস) সন্দেহ করা ঠিক না। কিন্তু শয়তান মনে হয় আমাকে ছাড়ছে না । ফেসবুকে কোন এক সময় একটি একাউন্ট করেছিলাম। ব্যবহার করা হয় না।

ভালো লাগে না। হয়তো বয়সের দোষ। কিশোর তরুনরা যত আগ্রহ নিয়ে ফেসবুক ব্যবহার করে আমার ততটাই অনাগ্রহ। স্থানীয় সাইবার ক্যাফেগুলোতে শতকরা ৬০ ভা্গ ব্যবহারকারীই ফেসবুক জ্বরে আক্রান্ত। তারা যতটা না কাজে তার থেকে হাজারগুন অকাজে ফেসবুক ব্যবহার করে থাকে।

তারপরেও পর্ন সাইট ঢু মারা এবং গলিরমোড়ে আড্ডা দেবার থেকে ফেসবুক মনে হয় খারাপ না । প্রবাহমান পানিকে বাধ দিয়ে আটকে রাখা যায় না, সে ঠিকই বিকল্প পথ খুজে নেয়। তথ্য-প্রযুক্তিও ঠিক তাই। একে আটকানোর চেষ্টা বোকামির নামান্তর। যে কোন কিছুর ব্যঙ্গচিত্র প্রদর্শন নাগরিক অধিকার, সে প্রধানমন্ত্রীহোক কিংবা প্রেসিডেন্ট হোক।

ধর্ম, দেশ এবং দেশীয় ঐতিহ্যের বিরোধী না হলেই হলো। আমার সন্দেহ যেখানে, ফেসবুক বন্ধে প্রধানমন্ত্রী এবং বিরোধীয়দলীয় নেত্রী এবং অন্যান্য ইস্যু ফেসবুক বন্ধে যতটা না কাজ করেছে তার চেয়ে বেশি কাজ করেছে ফেসবুকে মোস্তাফা জব্বারকে ধোলাই দেয়া। মোস্তাফা জব্বার দেশের শীর্ষস্থানীয় এবং সরকারী খুবই উচ্চ পর্যায়ের আইটি বিশেষজ্ঞ(!)। কাজেই ফেসবুক বন্ধে তার প্রতিভা তিনি ব্যবহার করেন নাই, তা আমি বিশ্বাসই করতে পারছি না


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.