আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের খুটিনাটি



৩০০০০০০ : এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৩০ মিলিয়ন ডলার ৩৪৫ : রেকর্ড ৩৪৫টি হলুদ কার্ড দেখানো হয়েছে ২০০৬ বিশ্বকাপে ২০১ : নিজেদেরে খেলা ১৮টি বিশ্বকাপে রেকর্ড ২০১টি গোল করেছে ব্রাজিল ১৫৬ : এবারের বিশ্বকাপ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের স্বত্ব আছে ১৫৬টি দেশের ১১২ : বিশ্বকাপে যেমন সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড ব্রাজিলের, তেমনি সবচেয়ে বেশি ১১২টি গোল হজম করেছে আবার জার্মানি ৯২ : ব্রাজিল ও জার্মানি, দুই দল মিলে বিশ্বকাপে খেলেছে ৯২টি ম্যাচ ৮৮ : সর্বোচ্চ ৮৮টি হলুদ কার্ড দেখার রেকর্ড আর্জেন্টিনার ৭৪ : এ পর্যন্ত বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পেয়েছে ৭৪টি দেশ। অন্তত একবার বিশ্বকাপ খেলেছে এমন দেশও আছে এই ৭৪ দলের মধ্যে ৬৪ : বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬৪ ম্যাচ জয়ের কীর্তি ব্রাজিলের ৫০ : ফাইনাল অনুষ্ঠিত হয়নি কেবল ১৯৫০ বিশ্বকাপেই। কিন্তু 'একপ্রকার ফাইনালে' পরিণত হওয়া শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল উরুগুয়ে ৪৮ : শেষ ষোলর ম্যাচ শুরুর আগে গ্রুপ পর্বে ৪৮টি ম্যাচ খেলা হবে এবার ৩১ : বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ড ৩১ গোলের। ২০০১ সালে আমেরিকান সোমাকে ৩১-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া ২৭ : বিশ্বকাপের এক আসরে কোন দলের সবচেয়ে বেশি গোলের নজির ২৭টি। কিন্তু ২৭ গোল করেও ১৯৫৪ বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি হাঙ্গেরি।

ফাইনালে পুসকাসের দল হেরে যায় পশ্চিম জার্মানির কাছে ২২ : সবচেয়ে বেশি জয় যেমন ব্রাজিলের, তেমনি সর্বোচ্চ ২২ ম্যাচ হেরেছে আবার মেক্সিকো ২০ : সর্বশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে, যার চ্যাম্পিয়ন আফ্রিকা মহাদেশের ঘানা। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আফ্রিকায়, তাহলে কি চ্যাম্পিয়ন হবে এই মহাদেশেরই কোন দল? ১৯ : দক্ষিণ আফ্রিকায় টানা ১৯টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ব্রাজিল। অর্থাৎ বিশ্বকাপ শুরুর পর কোনো আসরই মিস করেনি তারা ১৮ : ১৯৩৪ সাল থেকে টানা ১৮ বারের প্রচেষ্টাতেও বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি লুক্সেমবার্গ ১৭ : ১৯৬২ থেকে টানা ১৭টি বিশ্বকাপ ম্যাচে জয় পায়নি বুলগেরিয়া ১৬ : কোচ হিসেবে সবচেয়ে বেশি ১৬ ম্যাচ জয়ের রেকর্ড জার্মানির হেলমুট শনের (১৯৬৬-১৯৭৮) ১৫ : ১৯৯৮ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত ১৫টি গোল করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। যা এই আসরের রেকর্ড। এতদিন ১৪ গোল নিয়ে শীর্ষে ছিলেন জার্মানির জার্ড মুলার ১৪ : ১৯৫৪-র চ্যাম্পিয়ন হয়েও সেবার ১৪টি গোল হজম করেছিল জার্মানি।

যা কোনো চ্যাম্পিয়নের সবচেয়ে বেশি গোল হজমের রেকর্ড ১৩ : ১৯৫৮ থেকে ১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল ১১ : সবচেয়ে বেশি ১১ বার সেমিফাইনালে খেলেছে জার্মানি ১০ : ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সর্বোচ্চ ১০ ম্যাচে কোনো গোল হজম করেননি বিশ্বকাপে। ১৯৯৮ থেকে ২০০৬ বিশ্বকাপের ১০ ম্যাচে গোলপোস্ট অক্ষত রেখে শিল্টনের রেকর্ড স্পর্শ করেন ফরাসি গোলরক্ষক ফ্যাবিয়েন বার্থেজও ৯ : ১৯৩০ থেকে ১৯৫৮ পর্যন্ত টানা ৯ ম্যাচে হেরেছিল মেক্সিকো ৮ : ১৯৫৪ থেকে ১৯৯৮ পর্যন্ত আটটি বিশ্বকাপে খেলেছে স্কটল্যান্ড, কিন্তু প্রথম পর্বের বাধা পার হতে পারেনি কখনো ৭ : সবচেয়ে বেশি সাতবার ফাইনালে খেলেছে ব্রাজিল ৬ : ফ্রান্সের জিনেদিন জিদান ও ব্রাজিলের কাফু কার্ড দেখেছেন সর্বোচ্চ ছয়টি করে ৫ : সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ৪ : ২০০৬ বিশ্বকাপে আত্দঘাতী গোল হয়েছিল ৪টি ২ : ১৯৭০-এর পর ১৯৯৪-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ইতালি। ফাইনালে দুবার দেখা হয়েছে আর্জেন্টিনা এবং জার্মানিরও (১৯৮৬ ও ১৯৯০) ১ : ইন্দোনেশিয়া একবার বিশ্বকাপে খেলেছে ডাচ ইস্ট ইন্ডিজ নামে ০ : বিশ্বকাপে এখনো কোনো স্বাগতিক দল বাদ পড়েনি প্রথম পর্ব থেকে। দক্ষিণ আফ্রিকা এবার এই ঐতিহ্যের মর্যাদা রাখতে পারবে তো? সূত্র: কালের কন্ঠ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.