আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের কথা

সামু কি ছিল, আর কি হয়ে গেল !

অনেকগুলো খেলা হয়ে গেছে, আর হয়তো অল্প কিছু ম্যাচ বাকি আছে বিশ্বকাপ বাছাইয়ের। এখন পর্যন্ত যারা বিশ্বকাপের টিকিট পেয়েছে, সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। ডেনমার্ক, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, সার্বিয়া, ইতালী, হল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, ঘানা, আইভরি কোস্ট, ইউএসএ, মেক্সিকো, ব্রাজিল, প্যারাগুয়ে, চিলি - এরা সবাই ফুটবলের চেনা মুখ। নর্থ কোরিয়া একটা বড় সারপ্রাইজ সবার জন্য, এদের কে আমরা কিছুই চিনি না, কিন্তু বিশ্বকাপে বড় কোন সারপ্রাইজ দিবে এরা আমি নিশ্চিত। যোদ্ধা জাতি হিসেবে সাউথ কোরিয়া অথবা জাপানের চেয়ে এরা ভালো বলেই আমার ধারনা।

চিলিকে নিয়েও আমার অনেক আশা। মাতিয়াস ফার্নান্দেস, রডরিগো টেল্লো, মার্ক গঞ্জালেজ দের ফাটানোই উচিত। দুঃখও আছে অনেক, পর্তুগাল/সুইডেন, চেক, টার্কি, বেলজিয়াম, ইউক্রেন/ক্রোয়েশিয়া, রোমানিয়া, নরওয়ে/স্কটল্যান্ড, ইরান, মরক্কো, আর্জেন্টিনা/ইকুয়েডর/উরুগুয়ে - এদের মধ্যে অনেকেই মিস করতে পারে। বেলজিয়াম, রোমানিয়া, নরওয়ে, স্কটল্যান্ড, মরক্কো, ইরান আর উরুগুয়ে হয়তো তাদের গোল্ডেন জামানাতে আর নাই, কিন্তু তারপরও এরা হচ্ছে বিশ্বকাপের অনেক চেনা মুখ, অনেক স্মৃতিও আছে। পর্তুগাল আর সুইডেন কাউকেই মিস করতে চাই না, ক্রোয়েশিয়া না থাকলে বিশ্বকাপ জমবে না আবার শেভচেঙ্কোকেও আর একটা বিশ্বকাপে দেখতে চাই, আর আর্জেন্টিনা না থাকলে মারামারি করব কাদের সাথে! সবশেষে, সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের কোচ মার্সেলো লিপ্পির মাথায় যেন একটু বুদ্ধি হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.