আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গিবাদের হুমকি

গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জঙ্গিবাদ প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াল দৈত্য পাকিস্তান, আফগানিস্তান, ইয়ামেন, সোমালিয়া, নাইজেরিয়াসহ বেশ কিছু মুসলিম দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। মিসর, সিরিয়ার মতো প্রভাবশালী আরব দেশের জন্য সৃষ্টি করেছে সমূহ সংকট। বিদেশি হস্তক্ষেপের পথ রচনা করছে জঙ্গিবাদের বেপরোয়া ভূত। জোট সরকারের আমলে জঙ্গিবাদের কুৎসিত ভূত তার থাবা বিস্তার করেছিল ব্যাপকভাবে। সিরিজ বোমা হামলা এবং একের পর এক গ্রেনেড হামলার মাধ্যমে তারা জাতীয় অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল। এ অপতৎপরতায় জড়িত সংগঠন জেএমবি নিষিদ্ধ এবং বোমা হামলার দায়ে এর হোতাদের মৃত্যুদণ্ড দেওয়ার পর কার্যত তাদের তৎপরতা থিতিয়ে আসে। কিন্তু জঙ্গিবাদের দানব যে এখনো টিকে আছে এবং জাতীয় অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে তার প্রমাণ মিলেছে বিইএম নামে নতুন জঙ্গি সংগঠনের আস্তানা আবিষ্কৃত হওয়ার ঘটনায়। র্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বগুড়ায় অভিযান চালিয়ে এ জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে অস্ত্রশস্ত্রসহ। এর আগে বরগুনা থেকে আরেকটি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বগুড়ার জঙ্গি ঘাঁটি থেকে বিপুল সংখ্যক জঙ্গি প্রচারণার বইসহ অস্ত্র উদ্ধার প্রমাণ করেছে জঙ্গি গ্রুপগুলো সাময়িকভাবে থেমে থাকলেও স্তব্ধ হয়ে যায়নি। দেশকে অস্থিতিশীল করার ক্ষমতা রাখে তারা এবং সুযোগ খুঁজছে। বগুড়া থেকে গ্রেফতারকৃত জঙ্গিরা স্বীকার করেছে, তারা দেশে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। আমরা মনে করি, জঙ্গিবাদের উত্থান থামাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। জঙ্গি সৃষ্টির অপতৎপরতায় আঘাত হানতে হবে। জঙ্গিবাদীরা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। জঙ্গিবাদ যে ইসলামী আদর্শ নয় সে বিষয়টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে হবে। দেশের আলেম সমাজকে নিয়ে বিপদগামীদের সঠিক পথে আনার উদ্যোগ নিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.