আমাদের কথা খুঁজে নিন

   

পাকবাহিনীর দোসররাই মানুষ হত্যা করছে : আমু

ভূমিমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে যেভাবে যুদ্ধাপরাধীরা গণহত্যা করেছিল সেভাবে আন্দোলনের নামে ১৮ দল বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা করছে। যারা পাক বাহিনীর দোষর হিসেবে কাজ করেছিল আজকে তারাই বিএনপির সহযোগী। গতকাল বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও জাতীয় পার্টিকে নিয়ে তিনি আরও বলেন, সঠিক সময়ে সাংবিধানিক ভিত্তিতে যে সময় নির্ধারণ করা আছে সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি একেক সময়ে একেক কথা বলে। ফলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তারা নির্বাচনে আসবে কিনা এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তারা কখন কি করবে না করবে এটা তাদের বিষয়। মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটাই হবে গ্রহণযোগ্য। কোন দল আসল না আসল সেটা গ্রহণযোগ্যতার মাপকাঠি নয়।

তিনি আরও বলেন, সাংবিধানিক ভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। তার অধীনেই আগামী সংসদ নির্বাচন সঠিক সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন না। তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

এর আগে ভূমিমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.