আমাদের কথা খুঁজে নিন

   

ইসি মোবারককে হত্যার হুমকি

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার আবদুল মোবারককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে ইসির বৈঠক চলাকালে তার ব্যক্তিগত মোবাইল ফোনে অজ্ঞাত নম্বর থেকে কল করে জনৈক ব্যক্তি প্রাণনাশের হুমকি দেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররাও সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে গতকাল বিকালে শেরেবাংলা নগর থানায় একটি জিডি (নম্বর ৩৮৯) করেছেন তার একান্ত সচিব আলমগীর হোসেন। আবদুল মোবারক সাংবাদিকদের জানান, হুমকি দাতা বলেন, 'আমি তোমার যম। তোমার হায়াত নির্ধারিত হয়ে গিয়েছে। অতি শীঘ্রই তোমার স্ত্রী বিধবা ও তোমার সন্তানরা এতিম হবে।' ইসি মোবারকের কক্ষের বৈঠকে নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজও উপস্থিত ছিলেন। বিষয়টি অন্য কমিশনাররা জানতে পেরে একটি জিডি করার পরামর্শ দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের অনুপস্থিতিতে গত ৩ মার্চ থেকে সিইসির রুটিন দায়িত্ব পালন করছেন এ জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার। জিডির বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.