আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালি না তেল মাখা বাশেঁ উঠা বানর

আমি একজন সাধারণ মানুষ

গত ২৯/৫/১০ তারিখে অপব্যবহারের জন্য ফেইস বুক বন্দ করে দেয় বাংলাদেশ সরকারের অনুরোধে বিটিআরসি, এটা কি কিছু দুর গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসার মতো কাজ হল না? আমরা মুখে মুখে বলি ডিজিটাল বাস্তবে ডিজিটালের পথ গুলি বন্ধ করে দেয়া হচ্ছে। একটা বিশাল বড় রাস্তা দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করত । অনেকের উপকার হত রাস্তাটির সহজ ও সস্তা প্রাপ্যতার কারনে। হঠাত একদিন একটি চোর/ ডাকাত সেই রাস্তাদিয়ে এসে একজনরে ঘরে চুরি করায় চোরের বিচার না করে সকলে মিলে রাস্তাটি বন্ধ করে দিল। এর পর সে রাস্তার উপকার ভোগি সকলের চরম ভোগান্তি পোহাতে হল।

ধর্মীয় অনুভুতিতে আঘাত হানছে যুক্তরাষ্ট্রে , তাই সমাধান করতে হবে আর্ন্তজাতিক উপায়ে। আমাদের দেশে ফেইসবুক বন্ধ করে আমাদেরকে এ বিষয়ে শুধু অন্ধকারেই রাখা হবে । তারা কি করছে তা আমরা জানতেও পারবনা। ধর্মের ভাল করতে চাইলে যেখানে যারা খারাপ কাজ করছে তাদের বিরত রাখতে হবে আগে । সেটা আমাদের অন্ধকারে রেখে নয়।

ফেইসবুক বন্ধ করার সাথে সেই বোকা ডাক্তারের তুলনা করা যায়, মাথা ব্যাথার জন্য ডাক্তার মাথাটাকেই কেটে ফেলার পরামর্শ দিলেন । এবং নির্বোধ রোগি তাই করলেন। ফেইসবুক এর চেয়ে মোবাইলে অপকর্ম বেশী হচ্ছে । এখন সরকার তাহলে মোবাইল ফোন বন্ধ করে দিবে? ইন্টারনেটে অনেক নগ্ন সাইট আছে এখন তাহলে ইনটারনেট বন্ধ করে দেয়া উচিত। এটা আসলে তেল মাখা বাশেঁ বনর উঠার মত কাজ আরকি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.