আমাদের কথা খুঁজে নিন

   

টলমল সুখে.....

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

স্বপ্নে আঁকি অনেক তোমায় অচেনা অনেক রঙে, নেচে বেড়ায় কোকিল-কোয়েল সুরের ঢঙে ঢঙে। আঁধারের কোল ঘেঁষে ঐ তোমার ছবি এঁকে, রাত্রি কাটাই দারুণ সুখে তোমায় দেখে দেখে। বুঝতেই দেইনা আমায় তুমি নেই সাথে, বিরাণ বুকের ব্যর্থ জমিন ঘুমায় একলা রাতে। নিঝুম মেঘের কালো কষ্ট সুখের মতন লাগে, তোমায় দেখে দুই নয়নে ছলছল জল জাগে। সুখের জলে একলা রাতে কান্নার রোল ওঠে, জলের ধারায় ভেসে ভেসে জগতের সুখ জোটে। আমিই যেন একলা মানুষ দুচোখে নেই ঘুম, স্মৃতির পালে কেবল জাগে পাগলা হাওয়ার ধুম। ব্যর্থ সুখের তরীর খোঁজে কাটিয়ে এই জীবন, আজও আমি খুঁজে ফিরি আঁধার কালো মন। এমনি বুঝি কাটবে আমার জীবনের সব রাত, তোমার স্বপ্নে বিভোর মাতাল তুমিই জীবন স্বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।