আমাদের কথা খুঁজে নিন

   

চাষী - তামাশা # ২

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১ম চাষী: গত পরশুদিন গ্রামের মহাজন বলেছিলেন তিনি নাকি এবারে কোনো চাষীকে গরু ধার দেবেন না। আর যদি দেন তাহলে তিনি নিজের স্বার্থের দিকে খেয়াল রেখে দেবেন এবং প্রতি চাষীকে গরু ধার নেয়ার জন্যে গতবারের চেয়ে ১০০ টাকা বেশি দিতে হবে। ২য় চাষী: গ্রামের চাষীরা কেউ কিছু বলেনি? ১ম চাষী: গতকালকে গ্রামের চাষীরা বলেছে তারা সবাই মিলে ঠিক করেছে যে তারা কেউ মহাজনের কাছ থেকে কোন গরু ধার নেবে না এবং সবাই পাশের গ্রামের চেয়ারম্যানের কাছ থেকে গরু ধার করে আনবে। ২য় চাষী: গ্রামের মহাজন শুনে কী বলেছেন? ১ম চাষী: আজ সকালে গ্রামের মহাজন সব কিছু শুনে বলেছেন তিনি নাকি এবারে গ্রামের সকল চাষীকে গরু ধার দেবেন এবং চাষীদের স্বার্থের দিকে খেয়াল রেখে সবাইকে গতবারের চাইতে ১০০ টাকা কমিয়ে গরু ধার দেবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।