আমাদের কথা খুঁজে নিন

   

চাষী - তামাশা # ৪

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

একবার এক চাষী গোয়াল ঘরে গিয়ে বললেন, "এখানে যে কয়টি গরু আছে, তার মাঝে একটি গরু খুবই পাজী। " শুনে প্রথম গরুটি ভাবলো, আমি তো কখনো কোনো ঝামেলা করিনা। সুতরাং, উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। দ্বিতীয় গরুটিও ভাবলো, আমি তো কখনো কোনো ঝামেলা করিনা।

সুতরাং, উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। বাকি গরুগুলোও একই রকম ভাবলেও শুধু একটি গরু প্রতিবাদের সুরে জোরে 'হাম্বা' করে উঠলো যার মানে হচ্ছে, এভাবে প্রকাশ্যে কাউকে পাজী বলা মোটেও ঠিক না। সেখান থেকে চাষী মাঠে গিয়ে বললেন, "এখানে যে কয়জন রাখাল কাজ করছে, তার মাঝে একজন রাখাল খুবই বোকা। " শুনে প্রথম রাখালটি ভাবলো, যেহেতু আমার বুদ্ধি খুবই কম না, সেহেতু উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। এই ভেবে প্রথম রাখালটি চুপ করে রইলো।

দ্বিতীয় রাখালটিও ভাবলো, আমার বুদ্ধি বেশি না হলেও খুবই কম না। সেহেতু উনি নিশ্চয়ই আমার কথা বলছেন না। এই ভেবে দ্বিতীয় রাখালটিও চুপ করে রইলো। মাঠে উপস্থিত বাকি রাখালেরা একই রকম ভাবলেও শুধু একটি রাখাল প্রতিবাদের সুরে জোর গলায় বললো, "এভাবে প্রকাশ্যে কাউকে বোকা বলা মোটেও ঠিক না। " চাষী রাখালের কথা শুনে একটু হেসে তারপরে কিছু দূরে গিয়ে দেখলেন কয়েকজন রাজনৈতিক নেতা একসাথে গল্পগুজব করছে।

সেখানে গিয়ে চাষীটি বললেন, "আমি শুনেছি, এখানকার রাজনীতিবিদদের মাঝে একজন নাকি খুবই খারাপ। " শুনে সবগুলো রাজনীতিবিদ একসাথে প্রতিবাদের সুরে জোর গলায় বললো, "এভাবে প্রকাশ্যে কাউকে খারাপ বলা মোটেও ঠিক না। "


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।