আমাদের কথা খুঁজে নিন

   

জনগনের চাওয়া পূর্ণ হবে তো???

মুরাদ

আর কয়েক দিন পর চট্রগ্রাম সিটিকর্পোরেশন নির্বাচন। দু'জন পার্থী। দু'জনেই বড় দু দলের সমর্তিত, জানি না কে জয়ি হবে। আওয়ামিলীগ বলছে তাদের মননীত পার্থী জয়ী হবে আর বি এন পি বলছে তাদের। কি ব্রগ ভাইয়েরা কিছু কি বুঝতে পারছেন? কিছু কি আন্দাজ করতে পারছেন।

চিন্তাই পরে গেছেন???????????????????????? আমি কিন্তু ফলাফল সম্পর্কে মোটামোটি নিশ্চিত হয়ে গেছি। কয়েক দিন আগে একটা উপনিবার্চন হয়েছিল আপনাদের মনে আছে তো? সে নিবার্চন হয়েছিল ডিজিটাল পদ্বতিতে। ডিজিটাল পদ্বতিতে মানে কি জানেন?ডিজিটাল পদ্বতিতে হলো ভোট দিতে আসা লোকদের কে পথে পথে বাধা দেয়া বাধা না মানলে লগি বৈইটা/দা দিয়ে মেরে আহত করা ডিজিটাল পদ্বতিতে কেন্দ্র দখল করে ব্যালটে নিজেরাই ভোট দেয়া। আর এ ডিজিটাল পদ্বতিতে নির্বাচন হয়েছিল বলে বি এন পির পার্থী পরাজিত হয়েছিল। চট্রগ্রাম সিটিকর্পোরেশন নির্বাচন যদি ডিজিটালে হয় তা হলে তো ফলাফল টা কি হবে বুঝতেই পারছেন।

আর যদি সত্যিকারের অর্থে ডিজিটাল হয় তবে যে ফলাফল হউক না কেন জনগন তা মেনে নিবে। আমরা স্বাধীণ , আমরা জানি কিভাবে স্বাধীণতা অজর্ন করতে হয়। সারা বাংলার মানুষ কেউ চাইনা সেই উপনির্বাচনের মত আর একটি নির্বাচন হউক। তাই মাননীয় নির্বাচন কমিশনারের নিকট আমাদের চাওয়া দয়া করে এখনেই ব্যাবস্তা নিন। আর তা না হলে দেশ আরও খারাপ পথে চলে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.