আমাদের কথা খুঁজে নিন

   

উচ্ছল শিশুটি মুহর্তে হয়ে গেলো নিথর



গত শনিবার দুপুরে যখন গাড়িতে যাচ্ছি হঠাৎ দেখলাম রাস্তার পাশে দু'টি উচ্ছল /শিশু খেলা করছে। দেখতে ভালোই লাগছিল। বয়স কতই বা হবে ৭/৮ বছর। আমাদের গাড়ি তখন মাওয়া মোংলা হাইওয়েতে, আর বাচ্চা দু'টি হাইওয়ের পাশে খেলায় মত্ত। কিন্তু, কোন সুন্দর জিনিস বোধ হয় খুব বেশীক্ষন স্থায়ী হয় না।

বাচ্চা দু'টির মধ্যে একটি হঠাৎ রাস্তার উপর দিয়ে দৌড় দিল। আর আমাদের গাড়ি তখন বাচ্চাটি থেকে মাত্র ৪/৫ হাত দুরত্বে। গাড়ির সামনে বাম পাশে বসে সব দেখছি। গাড়িতে আমার দুই ভাতিজি আর এক ভাতিজা রয়েছে যাদের বয়স ৬ থেকে ১০ এর মধ্যে। ড্রাইভার ঐ মুহুর্তে বাচ্চাটিকে বাচানোর আপ্রান চেষ্টা করে এবং গাড়ি কিছুটা হলেও বামে ঘোরায়।

আর ফলাফল নীচের ছবিগুলিতে। যে বাচ্চাটিকে বাচাতে গিয়ে এত কিছু সে বাচ্চাটি এখন ও বেঁচে আছে তবে তার জ্ঞান এখন ও ফেরেনি। আর আমাদের অবস্থা অপরাজিতার পোস্টে আপনারা আগেই জেনেছেন। ছবিগুলি এক সাংবাদিক বন্ধুর সৌজন্যে প্রাপ্ত। আমাদের দূর্ঘটনার খবরে যারা সহমর্মিতা জানিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর এমন একটি দূর্ঘটনার পরে আজ ও বেচে আছি এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি পরম করুনাময়ের প্রতি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।