আমাদের কথা খুঁজে নিন

   

রাব্বি শেরগিল- বুল্লা কি জানা ম্যায় কউন

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

অষ্টাদশ সতকের সুফী সাধক বাবা বুল্লাহ শাহ'র কম্পোজিশনে ২০০৪ সালে রিলিজ হওয়া শিখ গায়ক রাব্বি শেরগিলের (আসল নাম গুরপ্রীত সিং গিল) প্রথম এলবাম রাব্বি তে স্থান পাওয়া একটি মিউজিক ট্র্যাক বুল্লা কি জানা ম্যায় কউন। এই মিউজিক ট্র্যাকটি ভারতে ২০০৫ সালের চার্ট টপার ছিল। একই সাথে ২০০৫ সালে গোটা ভারতে সর্বাধিক জনপ্রিয় ননফিল্মী ট্র্যাক এই বুল্লা কি জানা ম্যায় কউন। পাশ্চাত্য সংগীতায়োজনে সুফীবাদকে ধারণ করা এই গানের লিরিক্সের ইংরেজী ভার্শন এরকম- Bulla, I know not who I am Bulla, I know not who I am Nor am I the believer in mosque Nor am I in idol worship Nor am in the pure or the impure Nor am I in the Vedas Nor am I in the intoxicants Nor am I in the carefree deviant Nor am I union nor grief Nor am I in the pure/impure Nor am I of the water nor of the land Nor am I fire nor air Bulla, I know not who I am Nor am I Arabic nor from Lahore Nor am I the Indian city of Nagaur Nor am I Hindu nor a Peshawari turk Nor did I create the difference of faith Nor did I create Adam-Eve Nor did I name myself Beginning or end I know just the self Do not recognise ’’the other one’’ There’s none wiser than I Who is this Bulla Shah Bulla, I know not who I am হিন্দী লিরিক্সঃ বুল্লা কি জানা ম্যায় কউন ইউটিউবে মিউজিক ভিডিও দেখুন- অডিও ডাউনলোডের লিঙ্কঃ বুল্লা কি জানা ম্যায় কউন রিলেটেড পোস্টঃ বাবা বুল্লে শাহের সেই কবিতা, রাব্বি শেরগিলের সেই গান ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.