আমাদের কথা খুঁজে নিন

   

অভ্রর ফন্ট বিষয়ে ছোট্র একটা হেল্প দরকার

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

অভ্রতে ডিফল্ট হিসেবে বিরান্দা ইন্সটল করা থাকে এটা দিয়েই সবসময় লিখে আসছি অন্য কোন ফন্ট ব্যবহার করত হবে এটা মাথায় আসেনি।আজকে অভ্রর সাইট হতে একুশে সেন্সরিফ নামে ফন্টটা ডাউনলোড করলাম ভাবলাম স্টাইলটাতো সুন্দরই দেখি ট্রাই করে বাংলা লেখা কেমন লাগে নতুন স্টাইলে।কিন্তু মাইক্রোসফটওয়ার্ডে এই ফন্ট দিয়ে লিখতে পারতেছিনা।যখন ইংলিশ সিলেক্ট করা থাকে তখনতো এমনিই হবেনা কিন্তু যখন অভ্রতে সুইচ করি তখন বিরান্দা এসে যায় একুশে ফন্টটা আনতে পারিনা।সিলেক্ট করে দিলেও লেখার সময় বিরান্দা অটো চলে আসে।আমি চাচ্ছি অভ্রতে সুইচ করে একুশে ফন্টটা সিলেক্ট করলেই যেনো সাথে সাথে এ্কুশে ফন্টটা ব্যবহার করে লিখতে পারি। এখানে উল্লেখ্য যে আমি জানি ফন্ট ফিক্সার দিয়ে ডিফল্ট ফন্ট চেন্ঝ করা যায় কিন্তু এটাতো ঝামেলার ব্যাপার আমি এখন একুশের ফন্টে কনভার্ট হলাম পরে আবার আমাকে বিরান্দার আসতে চাইলে বা নতুন ফন্টে যেতে চাইলে আবার ফন্ট ফিক্সার দিয়ে পিসি রিস্টার্ট করে আসতে হবে।আমি চাচ্ছি ইংলিশের মত শুধু ফন্ট সিলেক্ট করলেই যেন সেই ফন্ট দিয়ে লিখা শুরু করে দিতে পারি।কেউ কি এই সম্পর্কে কোন তথ্য দিতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.