আমাদের কথা খুঁজে নিন

   

বেশির ভাগের নিজের নামটি বাপের আমলের--তা বদলানো হীনম্মন্যতা নয়! (লিংক পোস্ট)

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার। ছেলেটার নাম রেখেছিলাম তিতু [তিতুমীর]; কিন্তু সে নিজেকে পরিচয় দিতে শুরু করে টিটো নামে। / আবুল মনসুর আহমদ মাত্র এক লাইনে বাংগালি মুসলমানের সাংস্কৃতিক হীনমন্যতার এত গভীরতর ব্যাখ্যা পাওয়া বিরল। / আলতাফ পারভেজ আমাদের আধুনিকতার ইতিহাস মানেই কিন্তু এইটা ঘটনা। শামসুর রাহমান থেইকা ব্রাত্য রাইসু সবাই বুইঝা বা না বুইঝা হোক নামে মর্ডার্ন মুসলিম হইছেন। ব্যতিক্রম সলিমুল্লাহ খান, তিনি ‘সলিম উল্লাহ’ ছাইড়া ‘সলিমুল্লাহ’ হইছেন। / আলমগীর নিষাদ ”যেই লোক তার নিজের ছেলের নাম আলমগীর কিংবা সলিমুল্লাহ রাখবে না সেই লোক নিজের নাম আলমগীর বা সলিমুল্লাহ না রাখলে অত খামোশ হইয়েন না যে খুব সাংস্কৃতিক হীনম্মন্যতা হইতেছে!” / ব্রাত্য রাইসু পুরা লেখা জন্যে কুতর্কের দোকান ক্লিক করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.