আমাদের কথা খুঁজে নিন

   

দেশের বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানের বেহাল দশা, দেখার কেউ নাই ।

এক দিনের জন্য নায়ক হতে চাই । আমাদের দেশের সকল সরকারি ব্যাবসা প্রতিস্থানের খুব ই নাজুক আবস্থা । সব গুলো চলছে ধুকে ধুকে , এগুলোর দায়িত্ত্বে যারা রক্ষক হিসাবে আছে , তারা ই ভক্ষক এর দায়িত্ব পালন করছে । রেল, বিমান , বাস, অন্নান্য সব গুলো র একই আবস্থা । এ দেশের কি কোন মা বাপ নেই ? তারা কি এ গুলো দেখতে পারে না ।

আজ বিদেশি কম্পানি গুলো টাকা নিয়ে যাচ্ছে । আর আমরা বসে বসে তা দেখছি । হায়রে আমার সোনার বাংলা । একটা দেশের ১ কোটির বেশি লোক প্রবাসি আর সেই দেশের সরকারি বিমান চলে না । অথচ বিদেশি এয়ারলাইন্স ঠিক ই চলছে ।

এতে তো পরিস্কার যে দাল মে কুছ কালা হেয় । কিন্তু কে শনে কা কথা । আমাদের তো পেট ভরছে না । আমাদের আর চাই । আমরা সেই দি থামব যেই দিন আমাদের পেট ফেটে যাবে।

আমরা তো লজ্জা কে পরোয়া করিনা । আমাদের মিত্থা কথা বলতে লজ্জা লাগেনা । হায়রে সোনার বাংলা , কে শনে কার কথা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.