আমাদের কথা খুঁজে নিন

   

মনের দুঃখে বনে চলিয়া যাইব

!

অদ্য ১০ ঘটিকায় বোতাম টিপিয়া প্রাগৈতিহাসিক ৩১১০ ক্লাসিক ফোন খানা অফ করিয়াছিলাম। উদ্দেশ্য ছিল অতীব সৎ। একটেল সিমের স্থলে গ্রামীণফোনের ইন্টারনেট সিমখানা সংযুক্ত করিয়া কিঞ্চিত সময় অন্তর্জালে ব্যয় করিব। সিম সংযুক্ত করিলাম। অতঃপর পূনর্বার বোতাম টিপিলাম।

উহাতে প্রানের সঞ্চার হইলো না । এই অধম, নালায়েক 'প্রযুক্তিবিদ' চেষ্টার কোনরূপ ক্রুটি করে নাই। মুহর্মুহ চেষ্টায় ডিম্ব প্রসব হইয়াছে। সংবাদ শুনিয়া বিশেষ মহল কল্পনাতীত চিত্তসুখ অনুভব করিয়াছে। এইবার যদি একখানা জাতের মুঠোফোন হরিদাস পালের হস্তে শোভা পায়! এই দিকে রাগে-দুঃখে আমার নাওয়া খাওয়া হারাম হইয়া গিয়াছে।

এই পর্বত-প্রমান শোক বুকে লইয়া কত বিনিদ্র রজনী যাপন করিতে হইবে আল্লাহ মাবুদ জানেন । পাদটীকাঃ বিশিষ্ট বুজুর্গ, বন্ধুবর জাহেদের মডেম ব্যবহার করিয়া এই 'অমর' শোকগাঁথা রচনা করিলাম। অহো...বেরাদর...বুক ভাঙ্গিয়া যাইতেছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.