আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফি ম্যাগাজিন

www.cameraman-blog.com/

সাধ আছে, সাধ্য নাই। শখ থাকলেও চমৎকার সব ফটোগ্রাফি ম্যাগাজিন কিনে পড়তে পারি না। উচ্চমূল্য ছাড়াও এখানে আরেকটা বিষয় আছে - বিদেশ বিভূই এ টাকা পাঠানো এবং ঠিকমতো ম্যাগাজিন হাতে পাওয়া। আর তাই ভরসা ইন্টারনেট। আরেকটু পরিস্কার করে বললে টরেন্ট সেই সূযোগটা করে দিচ্ছে।

অবশ্য টরেন্ট ছাড়াও বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকেও পাওয়া যায় বিভিন্ন ম্যাগাজিন। আজ এরকম দুটি ফটোগ্রাফি ম্যাগাজিনের লেটেষ্ট সংখ্যা শেয়ার করছি আপনাদের সাথে। পপুলার ফটোগ্রাফি জনপ্রিয় এই ম্যাগাজিনটি বের হয় আমেরিকা থেকে। প্রতি সংখ্যার মূল্য ৫ ডলার। বর্তমান জুন সংখ্যাটির পিডিএফ ভার্শনে পেজ আছে ১৩৫টি আর সাইজ ৫৫ মেগাবাইট।

ডাউনলোড লিংক ডিপোজিটফাইলস হটফাইল এমেচার ফটোগ্রাফার ইউকে থেকে প্রকাশিত এই ম্যাগাজিনটি সাপ্তাহিক। এর র্মল্য ২.৫০ পাউন্ড। বর্তমান সংখ্যা (২২শে মে) টির পিডিএফ ভার্শনে আছে ৯৩টি পৃষ্ঠা আর সাইজ ৪৫.৮ মেগাবাইট। ডাউনলোড লিংক ডিপোজিটফাইলস হটফাইল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।