আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালবাসাকে কেউ কেউ ঠুনকো আবেগ বলে গালি দেয়।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আমার গলিতে পদচারনা কিঞ্চিৎ কম দেখি তাতে কি, তাই বলে আপনার কথা কি হৃদয়ে জাগে না, স্মরনে। জাগে তবে, তা দাগ কাটে না, প্রেয়সির মত জাগে না, জানি, মানি তাই বলে আপনার কবিতা কি লাগে না, মনে, লাগে তবে তা দাগ কাটে না, ঠিক প্রেয়সির কবিতার মত। তাই নয় কি হয়তো বলে আপনি উড়িয়ে দিলেন, বাতাসে ভেতরের কার্বন আমি লুফে নিতে চাইলাম, বললাম, আপনার যত মন্দতা, দিন, আমাকে দিন আমাকেই দিন, সব অশুভ, অভিশাপ, আর নিশ্ছদ্র সুখ নিয়ে আপনি সবুজ গাছের অক্সিজেন পান করে, ধন্য হন জগতে। আপনি বললেন, তাই নাকি, আমি বললাম, হ্যা, আপনি বললেন, হয়তো। আমি বললাম, কখনও সুযোগ হলে ডাক দিয়েন নামে, কোন গহীন বনে খামে, আইকা আঠার মুখ-বন্ধে যদি আটকে যায় জীবন, তখন, একটিবার আপনি বললেন, এটা দোয়া না অভিশাপ আমি বললাম- দোয়াও নয়, অভিশাপ নয়, যদি আপনার হয় বিপদ, তবে আমারও রবে শপথ, সেই বিপদের মাঝে পাবেন আমার হাত, নিশ্চই,যদি জানতে পারি, তবে হাতটি আমার আপনার পতন বেলায়, সম্মুখে পাবেন, বাড়ানো। সাহায্যে নয়, দয়ায় নয়, বন্ধুত্বে, ভালবাসায়। আপনি বললেন, সে দেখা যাবে, আপনি বড় আবেগি আমি তাকিয়ে থাকলাম আপনার দিকে, আমার ভালবাসাকে ঠুনকো আবেগি শব্দ দিয়ে অপমান করার হীন্য প্রয়াস, সত্যিই আমায় ব্যথিত করল। আপনি বললেন- আগামীকাল দেখা হচ্ছে তো? আমি বললাম- ভালবাসায় কমতি যেখানে নেই, সেখানে দেখা হওয়ার প্রয়াস, নিছক চেষ্টা, দ্বায়সারা ভালবাসার ভার আমি সইতে পারিনা, দেখি আগামীকাল কি হয়? আপনি বললেন- আসছো তো নিশ্চয় আমি বললাম - হয়তো...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।