আমাদের কথা খুঁজে নিন

   

ইটিভির জোবায়ের ও শিমুর ওপর সন্ত্রাসী হামলাঃ সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা হবে : পুলিশ কমিশনার

আমি পড়তে ও লিখতে ভালোবাসি, তাইতো সবার সাথে শেয়ার করছি...

ঢাকা, ১৯ মে (শীর্ষ নিউজ ডটকম): পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার জেইউ জোবায়ের খুকু ও বাংলাদেশের একমাত্র নারী টিভি ক্যামেরাম্যান পারভীন সুলতানা শিমুর ওপর সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ডিএমপি পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বলেছেন, সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ইতিমধ্যে ওই স্থানে দায়িত্বপালনকারী তেজগাঁও শিল্পাঞ্চল থানার এএসআই আব্দুর রাজ্জাককে সাসপেন্ড করা হয়েছে। তদন্তপূর্বক হামলাকারীদের শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে ন্যূনতম ছাড় দেয়া হবে না। বুধবার দুপুরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ইটিভির প্রতিবেদক জোবায়ের খুকুকে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

অপরদিকে তাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বুধবার বিকেল ৫টায় কাওরান বাজারের সার্ক ফোয়ারা সংলগ্ন মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে টিভি মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। মানব বন্ধন কর্মসূচীতে সাংবাদিকরা বলেছেন, এ পর্যন্ত যত সাংবাদিক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে তাদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ ইতিপূর্বে সন্ত্রাসীদের হামলায় একাধিক সাংবাদিক মৃত্যুবরণ করেছে এবং সন্ত্রাসীদের নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা। এছাড়াও একুশ টেলিভিশনের পক্ষ থেকে আসাদুজ্জামান বাবুল বাদী হয়ে শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়েরা করা হয়েছে।

মামলা নম্বর- ২৭ (১৯/০৫/২০১০ইং)। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় কাওরান বাজারের এফডিসি সংলগ্ন এলাকার রেলওয়ের জমি দখল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দখলকারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইটিভির স্টাফ রিপোর্টার (ক্রাইম) জেইউ জোবায়ের খুকু ও ক্যামেরাম্যান পরভীন সুলতানা শিমুর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের সাথে থাকা ক্যামেরাটি ভাংচূড় করে ও তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। সন্ত্রাসীদের হামলায় শিমুর ডান হাতের ১টি আঙুল ভেঙ্গে যায় এবং তার হাত-পা ও শরীরে লাঠি, রড দিয়ে আঘাত করা হয়। জোবায়েরকে সন্ত্রাসীরা বুকে ও পিঠে লাঠি ও রড দিয়ে আঘাত করে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পরবর্তীতে আহতদের অন্যত্র প্রেরণ করা হয়। জানা যায়, কিছু দিন পূর্বে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় মাদক সম্রাজ্ঞীখ্যাত নাজমা বেগমের দখল থেকে ওই জমি উদ্ধার করে টিনের বেড়া দেয়। দখলকারী মাদক সম্রাজ্ঞী নাজমা বেগম ও অপর অবৈধ দখলদার বাহার শতাধিক সন্ত্রাসী নিয়ে পুনরায় রেলওয়ের ওই জমি দখল করে নেয়। (শীর্ষ নিউজ ডটকম/এইচআর)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।