আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের অপমৃত্যু



পরীক্ষায় খুব ভাল ফল আশা করে আছে দেখে রোল উপরে, ফেলে অনেককে পাছে। সবার মনে নতুন করে হয় চিন্তা শুরু কি করে সামলাবে বুক কাঁপে দুরু দুরু। বাবা অতিশয় গরীব, মা বেচারী হায় এদিক সেদিক চেয়েচিন্তে দিন গুজরায়। ছোট ছোট ভাইবোন লেখাপড়া করে বড় হলে সব ওদের দুঃখ যাবে দূরে। ভর্তি হবে কোন কলেজে, কোথায় যাবে? বিস্তর টাকা লাগে, কি করে তারা পাবে? ডোনেশন, ডেভেলপম্যান্ট তহবিল যতো নানান নামে জমা দিতে টাকা লাগে কতো। বইখাতা, কাপড়, কোচিং সহ যাতায়াতে মাসে মাসে বিস্তর টাকা লাগে খাতে খাতে! ভেবে ভেবে চোখ দিয়ে অঝোরে পানি নামে কাম নাই পইড়া আর যাউক গিয়া কামে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.