আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টের শিরোমনি-লঙ্কার রাজাঃ একটি পূর্ণ ছবি ব্লগ

আমার খুব কষ্ট হয়, যখন RAJAKAR বানানটা বাংলা বর্ণমালায় লিখা হয়। এটা বর্ণমালার জন্য অপমান।

আমার ভাইপো। ওর নাম পূর্ণ। বয়স চার বছর।

আমি ওকে 'গিট্টু মিয়া' বলে ডাকি ওর বয়স যখন ৪ মিনিট তখন থেকেই। ভালোই চলছিল, কিন্তু কথা শেখার পর থেকে সেও রিভার্স সুইপ খেলতে শুরু করল। তারমানে আমাকে সে প্রথম সম্বোধন করল 'গিট্টু মিয়া' বলেই। তারপর থেকে এই নামেই চলে আমাদের কথোপকথন। কে কাকে বেশি 'গিট্টু মিয়া' বলতে পারে, সেই প্রতিযোগিতা শুরু হয়ে যায় মাঝে মাঝে।

তো, এই মহামান্যের একটা ফটোসেশন করার সৌভাগ্য হয়েছিল আমার। প্রচুর আইসক্রীম, চকলেট এবং চিপসের বিনিময়ে সে তার ফটোসেশনের অনুমতি দিয়েছিল। তারই কিছু দূর্লভ মূহুর্তের ছবি নিয়ে আমার এই ব্লগ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।