আমাদের কথা খুঁজে নিন

   

রূপান্তর ...

কৃষ্ণচূড়া কখনো বিবর্ণ হয় না। ঝরে পড়ার সময় তার লাল রঙটা নিয়েই সে ঝরে পড়ে যায়। রক্তিম কৃষ্ণচূড়াও তার জন্য নির্ধারিত সময়টুকু পেরিয়ে আসার পর তার রক্তিম আভা নিয়েই ঝরে পড়ে গেছে। আর কোনও রক্তিম কৃষ্ণচূড়াকে পাওয়া যাবে না এ ঠিকানায়।

ছোটবেলা থেকেই একটি কথা শুনে আসছি , আমি নাকি অনেক শান্ত স্বভাবের ।

হয়তো ছিলামও তাই । স্কুলে পড়ার সময় কারো সাথে ঝগড়া করেছি কিনা মনে নেই । কলেজে থাকতেও কখনও কারো সাথে কথা কাটাকাটি হয়েছে বলে মনে পড়ে না। পরিবারের বড় মেয়ে হওয়ায় ছোট বোনদের মাঝে মধ্যে একটু শাসন - অশান্ত স্বভাবের মধ্যে এই যা একটু ছিল । কিন্তু আজ যেন নিজেকেই চিনি না আমি ।

আগে পথে চলতে চলতে কোনও বেয়াদব ড্রাইভার কানের কাছে জোরে হর্ণ বাজালেও ক্ষমা করে দিতাম । আর আজকে এই রকম ড্রাইভারদের দুইটা কড়া কথা শুনিয়ে দিতে একটুও দ্বিধা করিনা । ছোটবেলায় ভালোবাসতাম বই পড়তে । যত অপছন্দের জায়গাতেই আমাকে নিয়ে যাওয়া হোক কেন সেখানে যদি একটা-দুইটা বইয়ের সন্ধান পেতাম কারো প্রতি আর কোনও অভিযোগ থাকত না । আর আজ মনে হয় নিজের জন্য নেই একটু অবসর ।

অনেকদিন কোনও বই পড়িনা । ভালোবাসতাম গান শুনতে। আজ আর সেটাও শোনা হয় না। ভালোবাসতাম বন্ধুদের সাথে আড্ডা দিতে । যখনই সময় পেতাম চলে যেতাম ওদের কাছে ।

আজ যেন তাতেও এক ধরনের অনিচ্ছাতে পেয়ে বসেছে মন । যেন ইচ্ছে করেই তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখা । মানুষকে খুব বেশি বিশ্বাস করতাম । আজ আর কাউকে বিশ্বাস করি না। নিজের মাঝের কেমন যেন এক আবেগশূণ্যতা।

কিন্তু আমি তো এমন ছিলাম না । প্রিয় সবকিছুকে এক এক করে বিসর্জন দিচ্ছি প্রতিদিন । এ আমার কেমন রূপান্তর ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।