আমাদের কথা খুঁজে নিন

   

অকৃতকার্য হওয়ায় পরীক্ষার্থীনীর আত্নহত্যা

বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।

নাটোরের বড়াইগ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মনের দুঃখে কীটনাশক পান করে আত্নহত্যা করেছে এক পরীক্ষার্থীনী। এলাকাবাসী ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার মল্লিকপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে মাবিয়া খাতুন (১৬) এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত শনিবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে সে কৃতকার্য হতে পারেনি।

এতে নিজের প্রতি অভিমানে বাড়ির সদস্যদের অবর্তমানে বিকাল সাড়ে ৫ টার দিকে সে কীটনাশক পান করে ঘরে চুপচাপ শুয়ে থাকে। সন্ধ্যায় বাড়ির লোকেরা ফিরে এলে সে কীটনাশক পান করার বিষয়টি স্বীকার করলে তারা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। কিন্তু বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দুরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার বাঘাইট জাগরণী বিদ্যা নিকেতনের ছাত্রী হিসাবে পরীক্ষায় অংশ নিয়েছিল। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় মেয়েটি আত্নহত্যা করেছে বলে স্বীকার করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।