আমাদের কথা খুঁজে নিন

   

কলম্বোর গল ফেস গ্রীন

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

প্রচন্ড একাকীত্বের কারণে মনটা যখন অনেক অস্থির হয়ে যায়, পৃথিবীটা মনে হয় দারুণ ফাঁকা ফাঁকা তখন গিয়ে বসি ভারত মহাসাগরের তীরের সুন্দর একটি বিচ যা Galle Face Green নামে পরিচিত। কলম্বোর প্রাণকেন্দ্রে সমুদ্রে পারে Galle Face Hotel থেকে শুরু করে Hotel Ceylon Continental পর্যন্ত বিশাল তীরটাকেই Galle Face Green বলে ডাকা হয়। বিচের ঠিক মাঝখানে শ্রীলংকার জাতীয় পতাকাটি উড়ছে যা প্রেসিডেন্টর অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়।

এই জায়গাটি অনেক সুন্দর। এখানে বসলে স্নিগ্ধ বাসাতে মন-প্রাণ কোমল হয়ে যাবে। সময় যে কি ভাবে পার হয়ে যাবে বুঝাই যাবে না। এক সময় দেখবেন সূর্য অস্ত যাচ্ছে। ঠিক এই ছবির মতন।

শ্রীলংকা একটি দ্বীপ। চারিদিকেই তার সাগর। তবে সবর্ত্র তো আর বিচ নেই। যেখানেই বিচ আছে সেখানেই গড়ে উঠেছে হোটেল আর হোটেল। সর্বত্রই বাণিজ্য খোঁজে মানুষ।

আসছে পর্যটক। ফলে সাধারণ মানুষ যে বিনাপয়সায় একটু সমুদ্র দেখবে তা আর সম্ভব হয়ে উঠছে না। কারণ হোটেলের ভেতর ফাউ ঢুকে বিচ দেখা যাবে না। টাকা লাগবে। শ্রীলংকার কর্তৃপক্ষ তাই রাজধানী কলম্বোর প্রাণকেন্দ্রের এই বিচটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন।

প্রতিদিন সন্ধ্যায় তাই এখানে চলে আসে শত শত মানুষ। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা হাজারে হাজারে গিয়ে দাঁড়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।