আমাদের কথা খুঁজে নিন

   

কলম্বোর বৃষ্টি ও গাছ

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

গত ২০/২৫ দিন ধরে কলম্বোতে এত বেশী বৃষ্টি হচ্ছে যে পাগল হবার যোগাড়। বিকেল হলেই আর কোন কথা নেই। শুরু হবে বৃষ্টি।

রাস্তা-ঘাট সব মানুষে ভরপুর। অফিস-আদালত ছুটির পর সবাই যখন বের হবে ঠিক তখনই বৃষ্টি। অথচ এটা বৃষ্টির মৌসুম নয়। বর্ষাকাল শুরু হবে নভেম্বরে। অথচ এখন বৃষ্টির যে দাপট।

বৃষ্টির জন্য গাছ চাই। শুনেছি, শ্রীলংকা থেকে মাত্র ১৩৫০ মাইল দুরের বাংলাদেশে অনেক দিন ধরে কোন বৃষ্টি হচ্ছে না। আমার মতে, এর প্রধান কারণ; বাংলাদেশে প্রয়োজনের তুলনায় গাছপালার পরিমাণ অনেক কম। এতো কম যে, বাংলাদেশকে বৃক্ষহীন দেশ বলা যায়। মানুষ কোন গাছ লাগায় না।

গাছের যত্ন নেয় না। খালি গাছ কাটে আর কাটে। শ্রীলংকায় বড় একটি গাছ কাটা এতো সহজ ব্যাপার নয়। সরকারের অনুমতি আনতে হবে। তারপরই না গাছ কাটা।

সরকার তো আর চাইলে কাউকে গাছ কাটার অনুমতি দেবে না। আর আমাদের দেশে বন-বাদার কেটে ছাপ করে দেয়া যায় অনায়াসেই। কেউ কিছু বলে না। সবুজ-শ্যামল বাংলাদেশ আবার ফিরিয়ে আনতে চাইলে দেশের মোট আয়তনের কম পক্ষে ২৫% গাছপালায় ঢাকার ব্যস্থা করতে হবে। প্রতি বছর কমপক্ষে ১৬ কোটি গাছলাগাতে হবে, যত্ন করতে হবে।

গাছকে বাচার অধিকার দিতে হবে। তবেই না আমাদের পরিবেশ ভাল থাকবে। তখন আর বৃষ্টির জন্য হাহাকার করতে হবে না। আসুন, অধিকহারে গাছ লাগাই। গাছের যত্ন নিই।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।