আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তনে বনসাই

বিস্ময় মুছে দিও না...

এ কেমন সময়ের বিবস্ত্র নৃত্য এ কোন সভ্যতার বর্জ্য অববাহিকায় প্রাণ সুন্দরের বিপন্ন আর্তনাদ- এখানে প্রভাব বলয়ে ভয়ের বিস্তার যেনো প্রাগৈতিহাসিক অরণ্যে নিবাস যেনো পথের মোড়ে ওঁৎ পেতে আছে কেউ মুহুর্তেই ঝাঁপিয়ে পড়বে ছোড়া নিয়ে করবে ভীত বিহ্বল হৃৎপিণ্ডের চিকিৎসা। অথবা মধ্যযুগীয় যাযাবর মরুচারণে কোনো দমবন্ধ সুরঙ্গের সংকীর্ণতায় দাস বেশে মাথা নুইয়ে অশ্লিল প্রার্থনা- এখানে বিদ্যুতের মতো কাব্য ঝিলিক দেখা গেলেও হারিয়ে যায় শুষ্ক বালু গহিনে। এ কোন সময়ের ঘৃণ্য অপঘাত এ কোন সভ্যতার মোড়ক আঁধারে দমবন্ধ প্রাণীর অসহয় হাসফাস- পৃথিবীর কোলে যন্ত্রের ভীর ঠাঁই নেই কোনো প্রাণের আকুলতা; বিবর্তিত পারমানবিক পরিমণ্ডলে সতর্ক পদচারণে বিরুদ্ধতা আকড়ে জীবন বিপাকে বেড়ে উঠছি বনসাই। ১৯/১০/০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.