আমাদের কথা খুঁজে নিন

   

আহারে!! এই সেদিনের কথা। ব্লগটা কেমনে পাল্টায়া গেল! পুরাতন কত ব্লগার নাই হয়া গেল। বুঝেন নাই?

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

আমি দুই কীর্তিমান ব্লগার আলী এবং ঢালীর কথা বলছি। একটা সময় ছিল, যখন ব্লগে সবচে বেশি পোস্টদাতার নাম থাকতো, কার পোস্টে কত কমেন্ট ছিল, কে কত রেটিং পেল ( তখন প্লাস মাইনাস ছিল না, ছিল ১-৫ পর্যন্ত রেটিং) এইসব আরকি। তো আমাদের আলী ভাই একটার পর একটা পোস্ট দিয়ে সর্বোচ্চ ব্লগারের জায়গাটা দখল করেছিলেন। হঠাত এলো ঢালী! ধমাধাম পোস্ট দিয়ে জায়গাটা নিয়ে নিলো। তখন সেটা হয়ে গেল একটা কম্পিটিশন, কে সেই জায়গার দখল টিকিয়ে রাখবে।

এখন চলেন দেখি এদের কিছু নমুনা- আলীর ব্লগ আমি আর কোন মন্তব্য করবো না কারো লেখায় দিছি আইজকা পুলিশরে চুইদা মিথি এখন অনলাইনে ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ এইবার আসেন দেখি ঢালী!-র ব্লগ- বর্ণমালা সঠিকভাবে না জানলে কী বালের সমস্যা? মাধ্যমিক শিক্ষা খাতের সংস্কার বান্দরবানে মিয়ানমারের ১১ নাগরিক গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বুঝতেই পারছেন, এরা বেশ তথ্যমূলক পোস্ট দিতো। ( মানে এখন আমরা যেটাকে কাটপেস্ট বলে ডাকি আরকি) তবে তাদের সবই যে ছিলো এই টাইপের লেখা তাও না। এই যেমন ঢালী-র এক সিরিজ ছিলো সর্দারজী । ব্যাপক বিনোদন!!!! হঠাত করেই তারা হারিয়ে গেল। তাদের কম্পিটিশন থেকে ব্লগবাসী বঞ্চিত হলো।

আলী-ঢালী, আপনারা আবার ফিরে আসেন। (এইটা একটা স্মৃতিচারণ মূলক পোস্ট। ওদের কথা মনে পড়লো, তাই একটু লেখলাম। সেইসঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে তাদের পরিচয় ঘটায়া দিলাম ) সবশেষে তাহাদের নিয়ে একটা বোনাস ছড়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।