আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ীর মালিক বনাম ভাড়াটিয়া বনাম ব্যাচেলর এক তৃমাত্রিক সমস্যা। আমার জীবন থেকে নেয়া।



ঢাকায় অধিকাংশ লোক বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে থাকে। বাড়ির মালিকেরা তার সুযোগ গ্রহন করে। তারা তাদের ইচ্ছামত বাড়ি ভাড়া বৃদ্ধি করে। আর আপনি যদি ব্যাচেলর হন তাহলে তো কথাই নাই। বাসাতো ভাড়াই পাবেন কিনা সন্দেহ।

আজ-কাল প্রায়ই দেখা যায় বাসা ভাড়া হবে। শুধু মাত্র স্বামী-স্ত্রী এবং দুই জনকেই হতে হবে চাকুরী জীবী। বলেন তাহলে আমরা বাচেলররা যায় কোথায়। আমার বাসা মিরপুরে। অনেক কষ্টে বাসাটা পেয়েছিলাম।

বাসা ভাড়া নেয়ার সময় আমার মাকে গ্রাম থেকে নিয়ে আসতে হয়েছিল কারন বাড়ীর মালিক বউ বা নিজের মা না থাকলে বাসা ভাড়া দেবে না। এখন আপনারা বলেন ঐ সময়ে এতো তাড়াতাড়ি বউ পাই কোথায়? তারপর মা আমাদের সাথে ১৫ দিন ছিল। এখন আমরা আপন ৩ ভাই থাকি একসাথে। সাত তলায় থাকি মানে চিলে কুঠায়। বাসা ভাড়া গত বছর ছিল ৭৫০০ টাকা।

এ বছর মালিক বলল ১০,০০০ টাকা দিতে হবে। আমি বললাম, বাসা ভাড়া কেন বৃদ্ধি করা হচ্ছে, উত্তরে বলল আপনার না পুষালে বাসা চলে যান! অনেক কষ্টে বলে কয়ে ৯০০০ টাকা করা হয়েছে। এখন আছি মোটামুটি ভালই। তবে একটা অসুবিধা হলো রাত ১১ টায় গেট বন্ধ হয়ে যায়। হাজার চেষ্টা করলেও গেট খোলা কঠিন হয়ে যায়।

অনেক বার বলেছি আংকেল রাত ১১.৩০ বা ১২ টায় গেট বন্ধ করেন। তার উত্তরে মালিক বলে ভাল ছেলেরা রাত ১১টার পর বাইরে থাকে না। এর কি জবাব দিব আপনারা বলেন। (কেউ কিছু মনে করেন না অনেক ব্লগার ভাইয়ের হয়ত নিজের বাড়ি আছে। তারা ভাড়াটিয়াদের সাথে কিরুপ ব্যবহার করেন জানি না দয়া করে ভাড়াটিয়াদের সাথে একটু ভাল ব্যবহার করবেন এবং ভাড়াটিয়াদেরও উচিত সবকিছুর স্বদ-ব্যবহার করা।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।