আমাদের কথা খুঁজে নিন

   

আমি পাশের বাড়ীর নুরা

প্রীতিসত্যে অবগাহন করিয়া ফিরিতেছে অন্তর

এক হুজুর, থুক্কু এক মুন্সি, সারাক্ষণ মাথায় টুপি আর পাঞ্জাবী পড়ে থাকে। কারণ সে ইসলাম ধর্ম প্রচার করে। যাই হোক, সে এক বাসায় লজিং মাস্টার হিসাবে থাকে। রাস্তা ঘাটে তো আর চোখে মেয়েদের দিক তাকাবে কারণ এটা তাদের হাদিস, ছেলে হোক মেয়ে হোক একবার তাকানো ফরয, কিন্তু ২ বার ৩ বার তাকানোটা কি সুন্নত? ওয়াজিব? তার অনেক কুকর্ম দেখে পাশের বাড়ীর বেচেলর রুম থেকে রাতে এক ছেলে বোরকা পরে এসেছে তাকে শায়েস্তা করার জন্য। ইলেক্ট্রেসিটি ছিল না সেই সময় বুঝে।

এসে সরাসরি রুমে ঢুকে গেল। মু্ন্সি টের পেল তার রুমে কেউ ঢুকেছে। মোম জ্বালিয়ে দেখে বোরকা পড়া এক মহিলা। সেতো মনে মনে খুশি। তখন সে সাধারণ ভাষায় না বলে খুব কাব্যিক করে বলছেন, তুমি কে গো, তুমি কি হুর, না হুরা।

ছেলেটি তো রাগে মাথা গরম। বলল, আমি হুরও না হুরাও না, আমি হচ্ছি পাশের বাড়ীর নুরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.