আমাদের কথা খুঁজে নিন

   

থ্রিডি (3D) সিনেমা দেখুন ঘরে বসে

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

ঘরে বসে থ্রিডি সিনেমা দেখতে চান? এ জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে একটি বিশেষ থ্রিডি চশমা ও ঐ সিনেমার থ্রিডি কপি। সেই থ্রিডি চশমাটি একটু চেষ্টা করলে আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে - [১] শক্ত/মোটা কাগজ [২] লাল ও নীল রঙের সেলোপিন (Celopin) পেপার [এটি যেকোনো বিয়ের সাজানি'র দোকানে পাওয়া যায়। মূল্য সর্বোচ্চ ১৫ টাকা। ] [৩] কেচি ও [৪] আঠা/গাম তৈরির পদ্ধতি: [১] প্রথমে শক্ত কাগজটিতে নিচের পিডিএফ ফাইলটি প্রিন্ট করুন অথবা কাগজটিতে পিডিএফ ফাইলে আকা চশমাটি এঁকে নিন।

এবার কেচি দিয়ে চশমাটির মূল কাঠামো (Frame) ও পা'দুটি (Temple) কেটে নিন। Click This Link [২] এখন চশমাটি চোখে দিলে যে পাশটি ডানদিকে থাকে সেপাশে নীল সেলোপিন পেপার আঠা/গাম দিয়ে লাগিয়ে নিন। অনুরুপভাবে অপরপাশে অর্থাৎ বামপাশে লাল সেলোপিন পেপার লাগিয়ে নিন। [৩] এবার আঠা/গাম দিয়ে চশমার পা'দুটি (... ) লাগিয়ে নিন। ব্যাস তৈরী হয়ে গেলো আপনার থ্রিডি চশমা।

এখন এই চশমা পরে যেকোনো থ্রিডি ভিডিও বা এনাগ্লিম্ফ (Anaglyph) ছবির দিকে তাকালেই তা থ্রিডি দেখতে পারবেন। কিছু থ্রিডি এনাগ্লিম্ফ (Anaglyph) ছবিঃ Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link আরো থ্রিডি এনাগ্লিম্ফ (Anaglyph) ছবি পাবেন এখানেঃ http://www.3djournal.com/001/ কিছু থ্রিডি ভিডিওঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.