আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির নির্বাচিত উপাচার্য আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে নির্বাচিত ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেড আব্দুল হামিদ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানা যায়।

এর আগে শনিবার বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ সিনেট অধিবেশনের মাধ্যমে তিন জনের উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়। এরা হলেন বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আখতার হুসাইন, এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ। নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের অনুপস্থিতে সভায় ভিসি পদে তিন জনের নাম সুপারিশ করা হয়। তিন জনের মধ্য থেকে রাষ্ট্রপতি আরেফিন সিদ্দিককে নিয়োগ দেন।

উল্লেখ্য, উপাচার্য নির্বাচনে ৫০ জন কার্যকরি  সদস্যের মধ্যে ৩৬ জন উপস্থিত ছিলেন। তাদের সম্মতিক্রমে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ তিন জনের নাম সুপারিশ করে নিয়োগের জন্য রাষ্ট্রপতির দপ্তরে পাঠান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.