আমাদের কথা খুঁজে নিন

   

৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি- মডেল টেস্ট-৯ - বাংলাদেশ বিষয়াবলি

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল। ১. বাংলাদেশে বর্তমানে উপজেলা পরিষদ কয়টি? (ক) ৪০০ (খ) ৪২০ (গ) ৪৫১ (ঘ) ৪৮১ ২. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত? (ক) সিলেট (খ) খুলনা (গ) চাঁপাইনবাবগঞ্জ (ঘ) কুষ্টিয়া ৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়— (ক) ১৯৭০ সালে (খ) ১৯৬৯ সালে (গ) ১৯৫৩ সালে (ঘ) ১৯২১ সালে ৪. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোনো স্থানে অবস্থিত? (ক) ময়নামতি (খ) বিক্রমপুর (গ) পাহাড়পুর (ঘ) মহাস্থানগড় ৫. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ পদক পেয়েছেন কতজন? (ক) পাঁচজন (খ) সাতজন (গ) নয়জন (ঘ) ১১৫ জন ৬. ব্রহ্মপুত্র নদের উত্পত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে? (ক) মানস (খ) কৈলাস (গ) রবাইল (ঘ) কাঞ্চনজংঘা ৭. পাবনা ও নাটোর জেলায় অবস্থিত— (ক) হাকালুকি হাওর (খ) গারো পাহাড় (গ) চলনবিল (ঘ) সুন্দরবন ৮. জিয়াউর রহমান মেডিকেল কলেজ কোন জেলায় অবস্থিত? (ক) ফেনী (খ) বগুড়া (গ) সিলেট (ঘ) চট্টগ্রাম ৯. চীনামাটি পাওয়া যায় বাংলাদেশের— (ক) রানীগঞ্জে (খ) বিজয়পুরে (গ) টেকেরহাটে (ঘ) মধুপুরে ১০. কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে? (ক) মূল মধ্যরেখা (খ) মকরক্রান্তি রেখা (গ) আন্তর্জাতিক তারিখ রেখা (ঘ) কর্কট ক্রান্তিরেখা ১১. বিকেএসপি কোথায় অবস্থিত? (ক) সাভারে (খ) মুন্সিগঞ্জে (গ) গোপালগঞ্জে (ঘ) মানিকগঞ্জে ১২. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী? (ক) ৫:৬ (খ) ১০:৬ (গ) ১২:৫ (ঘ) ৯:৫ ১৩. ইসলামি উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে— (ক) অল্প সুদে (খ) বিনাসুদে (গ) অতি সামান্য সুদে (ঘ) স্বাভাবিক সুদে ১৪. শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়— (ক) ২৬ মার্চ (খ) ২১ ফেব্রুয়ারি (গ) ১৪ ডিসেম্বর (ঘ) ১৬ ডিসেম্বর ১৫. কোন মোগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’? (ক) বাবর (খ) হুমায়ুন (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর ১৬. পূর্বাশা দ্বীপের অপর নাম— (ক) নিঝুম দ্বীপ (খ) সেন্টমার্টিন দ্বীপ (গ) দক্ষিণ তালপট্টি (ঘ) কুতুবদিয়া ১৭. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল— (ক) ইংরেজরা (খ) ওলন্দাজরা (গ) ফরাসিরা (ঘ) পর্তুগিজরা ১৮. পাখি ছাড়া ‘বলাকা ও ‘দোয়েল’ বাংলাদেশের দুইটি উন্নত জাতের (ক) গমশস্য (খ) ধানশস্য (গ) ভুট্টাশস্য (ঘ) ইক্ষু ১৯. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের— (ক) ১০ এপ্রিল (খ) ১৭ এপ্রিল (গ) ১৪ ডিসেম্বর (ঘ) ১৬ ডিসেম্বর ২০. রাজশাহী অঞ্চলের লোকসংগীত কোনটি? (ক) ধামাইল (খ) গম্ভীরা (গ) জারিগান (ঘ) ভাটিয়ালি। ৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তর মডেল টেস্ট-৮: ১.ঘ ২. খ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. ক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.