আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অর্থমন্ত্রী

আমি পড়তে ও লিখতে ভালোবাসি, তাইতো সবার সাথে শেয়ার করছি...

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজধানীর স্কোয়ার হাসপাতালে আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রীর কনসালট্যান্ট ডা. মির্জা নাজিমউদ্দিন। অর্থমন্ত্রী উচ্চ রক্তচাপজনিত কারণে অস্বস্তিবোধ করছিলেন। সোমবার রাতে তার মাত্র ২ ঘন্টা ঘুম হওয়ায় তিনি অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় স্কয়ার হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। পরিক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, বর্তমান মন্ত্রীসভার অভিজ্ঞমন্ত্রী অর্থমন্ত্রী বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থার অনেক উন্নতির হয়েছে। তাঁর ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় অস্বস্তিবোধ করছিলেন। আশা করা যায়, অতি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন। এদিকে অর্থমন্ত্রীর রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কাল বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.