আমাদের কথা খুঁজে নিন

   

ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম চলছেই

'প্রথম সাক্ষাৎ ৫০০ টাকা, দ্বিতীয় সাক্ষাৎ ২০০ (১৫ দিনের মধ্যে) টাকা, হোম কল এক হাজার টাকা। ' এমবিবিএস পাস না করেও এভাবেই নামের আগে 'ডাক্তার' ব্যবহার করে চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে ক্লিনিক খুলে বসেছিলেন উজ্জ্বল কান্তি দেব ও তার স্ত্রী চিত্রা সরকার। তা-ই নয়, নামের সাইনবোর্ডে লেখা আছে 'ডা. উজ্জ্বল কান্তি দেব, এমএআইএপিএসএম (ইন্ডিয়া), ডিএএমএস (মাদ্রাজ, ভেলর), এমডিবিপিটি (ইন্ডিয়া), সিপিটি (ঢাকা)'। ৩০ জুন ভুয়া চিকিৎসক দম্পতিকে দুই বছর কারাদণ্ড ও সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগেও ২০১১ সালে এ দুই ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

২০১১ সালের ১৭ নভেম্বর নগরীর চান্দগাঁও থানাধীন নাজির আলী টেন্ডল রোডে নিহা মেডিকেল হল নামের ফার্মেসি থেকে ভুয়া চিকিৎসক অরুণকে গ্রেফতার করা হয়। উচ্চমাধ্যমিক পাস অরুণ এক বছর ধরে ভুয়া এমবিবিএস ডিগ্রি লিখে প্রতারণা করে আসছিল। এভাবে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযুক্ত হন ৩০ জন ভুয়া চিকিৎসক। সূত্রে জানা যায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভুয়া চিকিৎসকরা রোগী দেখছেন বলে আগে থেকেই অভিযোগ আসে। ২১ সেপ্টেম্বর একসঙ্গে আট ভুয়া চিকিৎসককে গ্রেফতার ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল বলেন, 'বর্তমানে জেলায় ৫০-৬০ জন ভুয়া চিকিৎসক আছেন বলে আমরা মনে করি। তবে শনিবারের অভিযানের পর বিভিন্ন স্থান থেকে টেলিফোনে ও সরাসরি ভুয়া চিকিৎসকদের নাম আমাদের জানানো হচ্ছে। আমরা এগুলোর তালিকা তৈরি করছি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.