আমাদের কথা খুঁজে নিন

   

ফেনী পিটিআই প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন, ফেনী ফেনী পিটিআই প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় অতিরিক্ত ফি নিচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। অতিরিক্ত ফি নেয়ার বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য গত ৩ মে জেলা প্রশাসকের কাছে অভিভাবকরা স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে অভিভাবকরা উল্লেখ করেন, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম ও ২য় শ্রেণীর ফি ৫ টাকা, ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১০ টাকা। পিটিআই প্রাথমিক বিদ্যালয়ে ১ম ও ২য় শ্রেনীর ফি নির্ধারন করা হয়েছে ৫০ টাকা। ৩য় থেকে ৫ম পর্যন্ত নির্ধারন করা হয়েছে ৬০ টাকা।

অভিভাকরা আরো জানায়, এই টাকা প্রয়োজনের চেয়ে ৫/৭ গুন বেশী। পিটিআই এ অধ্যয়নরত ছাত্রছাত্রী ২৪৭ জন। প্রথম শ্রেণীতে ৪৩ জন, ২য় শ্রেনীতে ৫০ জন, ৩য় শ্রেনীতে ৫২ জন, ৪র্থ শ্রেনীতে ৫২ জন, ৫ম শ্রেনীতে ৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। পরীক্ষার ফি নেওয়ার বিষয়টি সহ-সুপার ছিদ্দিকুর রহমান স্বীকার করে বলেন, আমরা পরীক্ষা প্রশ্ন তৈরী ও ছাপার কাজে উক্ত টাকা ব্যয় করি। পরীক্ষার সময় শিকদের আপ্যায়ন ও পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য এ টাকা ব্যয় করা হয়।

ছিদ্দিকুর রহমান আরো বলেন, অন্যান্য বিদ্যালয়গুলো পরীক্ষা প্রশ্ন শিকদের সমিতি থেকে ক্রয় করতে পারে আমরা কিন্তু তা পারিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।