আমাদের কথা খুঁজে নিন

   

পুরাতন ল্যপটপ কিনতে চাই, আছে নাকি কারো কাছে? পরামর্শ দিন।


আমি হলাম এই সমাজের সবচে পুরাতন মানুষ। আমার নেই কোনো ল্যাপটপ। অনেক দিনের ইচ্ছা একটা ল্যাপটপ দিয়া ডিম ভাইজ্যা খাবো। টাকা পয়সা জমাতে পারি না। অনেক কষ্ট করে কিছু জমানো হলে।

এখন আমার বাজেটের রেন্জ হলো ২০-২৫ হাজার টাকা। কারো কাছে যদি কোনো ভাঙ্গা চোড়া পুরাতন ল্যাপটপ থাকে তা হলে মূল্য জানিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে কিছু কথা আছে। যারা আগে ল্যাপটপ কিনে ধরা খাইছেন, তারা দয়া করে পরামর্শ দেন কি করলে ধরা খাওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ কোন কোন বিষয় গুলো চেক করে ল্যাপ কেনা দরকার।

মূলত সেটা জানার জন্যই এই পোষ্ট। যারা বিক্রি করতে আগ্রহী তারা নিচের ই-মেইলএ যোগাযোগ করতে পারেন। তবে কয়েকটি ইনফরমেশন অবশ্যই জানাতে ভূলবেন না। ১. কোম্পানী নাম ও মডেল। ২. প্রসেসর স্পীড ৩. রেম এর সাইজ।

৪. হার্ডডিস্ক সাইজ। ৫. এজিপি সাইজ। ৬. ব্যাটারি ব্যাকাপ কত মিনিট চলে? ৭. পাওয়ার এডাপ্টার নতুন/পুরাতন? ৮. কোনো সমস্যা আছে কি না? থাকলে তার বিবরন। ৯. যোগাযোগের কন্টাক নম্বর। আমার সাথে যোগাযোগ করার জন্য মেইল করুনঃ দেখি কিনতে পারি কি না? পারলে শান্তিতে ল্যাপের উপর বসে একটু পেপার পড়তে চাই।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।