আমাদের কথা খুঁজে নিন

   

হাসপাতাল ছেড়েছেন ইমরান খান

সাংবাদিকদের এড়াতে হাসপাতালের পেছনের দরজা দিয়ে ইমরান খান হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানা গেছে।
তবে পুরোপুরি স্বাভাবিক চলাফেরার ক্ষমতা তিনি এখনও ফিরে পাননি।
পিটিআই’র তথ্য সম্পাদক ডাঃ শিরিন মাজারি জানিয়েছেন, একটি বিশেষ বর্মের মতো বেল্ট শরীরে লাগানোর পর উঠে দাঁড়িয়ে হাঁটতে পারছেন ইমরান খান। কারো সাহায্য ছাড়াই ৩শ’ মিটারের মতো হেঁটেছেন তিনি।
৭ মে লাহোরের এক নির্বাচনী সমাবেশে মঞ্চে ওঠার লিফট থেকে পড়ে গিয়ে আহত হন তিনি।

তার মেরুদণ্ডে ও মাথায় আঘাত লাগে।
ইমরানের মেরুদণ্ডের অবস্থা পর্যবেক্ষণে করা ধারাবাহিক এক্স-রে প্রতিবেদনে মেরুদণ্ড আবার স্বাভাবিক অবস্থায় ফেরার এবং ক্ষত শুকিয়ে আসছে বলে জানিয়েছেন ডাঃ মাজারি। তার মেরুদণ্ডের অন্যান্য হাড়ের অবস্থাও ভালো আছে বলে জানিয়েছেন তিনি।
“রেডিওলোজিস্টদের একটি টিম তার এক্স-রে গুলো পরীক্ষা করে দেখেছেন, আর পরীক্ষার ফলাফল দেখে সার্জনরা খুব সন্তোষ প্রকাশ করেছেন,” বলেন তিনি।
পাকিস্তানের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে ১১ মে’র সাধারণ নির্বাচনে ইমরানের দল পিটিআই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

নির্বাচনে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ জয়লাভ করলেও প্রায় শূন্য থেকে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে পিটিআই।
নির্বাচনে দ্বিতীয় হওয়া প্রভাবশালী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে নির্বাচনী ফলাফলে খুব একটা পিছিয়ে নেই পিটিআই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।