আমাদের কথা খুঁজে নিন

   

আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে।



সাধারণত ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, ছোট অফিস এবং বাসা-বাড়ীতে কখনো কখনো Fax আদান-প্রদান করান জন্য Fax Machine দরকার হয়। কিন্তু মোটা-মুটি সাধারন মানের একটি Fax Machine ক্রয় করতে সর্বন্নিম ১০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু সচরাচর যে খানে Fax আদান-প্রদান হয় না, সে খানে আপনি কেন টাকাটা খরচ করে অলস ভাবে একটি Fax-Machine কিনে ফেলে রাখবেন। সামান্য কিছু টাকা ও ¯^í পরিশ্রমে আপনি আপনার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসার কম্পিউটারটিকে Fax Machine হিসেবে ব্যবহার করতে পারেন। যা দিয়ে আপনি Fax আদান-প্রদান করতে পারেন,কোন যামেলা ছাড়া।

কম্পিউটারকে Fax Machine ব্যবহার কারার জন্য যা করতে হবে তা হলো নিন্ম রুপ। প্রথমে আপনার কম্পিউটারে Fax Modem আছে কিনা দেখে নিন। যদি না থাকে তা হলে, যে কোন কম্পিউটার বিক্রেতার কাছ থেকে একটি Fax Modem কিনে নিন,(যার দাম হতে পারে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে) তারপর এটি আপনার কম্পিউটার এর মধ্যে লাগিয়ে ড্রাইভার Install করে নিন, তারপর Windows এর সেটআপ সিডি ডুকান, তারপর Start ক্লিক, Control Panel ক্লিক, তারপর Add or Remove Programs এ ডাবল ক্লিক, তারপর Add/ Remove Windows Components এ ক্লিক, তারপর Windows Components Wizard ডায়ালগ বক্স আসবে সেখান থেকে Fax Services এ টিক মার্ক দিয়ে সিলেক্ট করুন, তারপর Next click করলে ফাইল কপি হতে থাকবে (এবং যদি প্রয়োজনীয় ফাইল না পায় তখন ফাইল নিডেড ডায়ালগ বক্স আসবে সেখান থেকে ব্রাউজ করে Windows এর Set up Disk টি সিলেক্ট করে ফাইলটি দেখিয়ে দিন। ) সেটআপ শেষে Finish ক্লিক । Add or Remove Programs এ ডাবল বক্সটি বন্ধ করুন।

প্রথমে Fax নামে একটি Folder তৈরী করুন (হতে পারে মাই-কম্পিউটার এ অথবা অন্য কোন ড্রাইভ এ মানে যেখানে আপনার Receive করা Fax গুলো Save হবে। ) এবার আসুন কি ভাবে ফেক্স Configure করবেন। Start ক্লিক, All Programs ক্লিক, Accessories এ িক্লক, Communications এ িক্লক, Fax এ িক্লক, Fax console ক্লিক,তখন Location Information Dialog Box আসবে, সেখান থেকে দেশের নাম সিলেক্ট করুনএবং ওকে করুন, আবার ওকে করুন। এখন Fax Configuration Wizard ডায়ালগ বক্স আসবে সেখানে Next click, এখন আপনি চাইলে আপনার বিভিন্ন তথ্য দিতে পারেন, না হয় আবার Next click, তারপর Enable Send এবং Enable Receive এ যদি টিক মার্ক দিন তারপর দেখুন Automatically Answer After এর ঘরে ২ আছে কিনা তা দেখুন (২ মানে ২ রিং এর পর Automatically Receive হবে। ) তারপর Next click, তারপর TSID এর ঘরে Fax লিখুন (যদি লিখা না থাকে) , তারপর Next click, তারপর CSID এর ঘরে Fax লিখুন (যদি লিখা না থাকে) , তারপর Next click, এখান থেকে আপনি ব্রাউজে ক্লিক করে Fax Folder টি সিলেক্ট করে দিন, আর যদি চানযে Fax Receive এর পর সরাসরি প্রিন্ট করতে তা হলে Print it on ক্লিক করে প্রিন্টার সিলেক্ট করে দিন, তারপর Next click, Finish ক্লিক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.