আমাদের কথা খুঁজে নিন

   

মামুন বিদ্রোহীর প্রতি সমবেদনা ও তার পোস্টের সাথে একাত্বতা জানাই ।

সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে

মামুন বিদ্রোহীর পোস্টে জানতে পারলাম উনার উপর ডিবি পুলিশের নির্যাতন আর রিমান্ড ব্যাবসার বিবরণ । মামুন বিদ্রোহীর প্রতি আমার সমবেদনা এবং এই অন্যায়ের তিব্র প্রতিবাদ জানাই । রিমান্ড বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বর্বরতা এবং দুর্নীতির মাধ্যম, গ্রাম মোল্লার ফতোয়াবাজীর চেয়ে ১০০০ গুন বেআঈনী ও বর্বর এই আঈনের অপব্যাবহারের বিরদ্ধে প্রতিবাদী হওয়া উচীৎ ছিল অনেক আগেই । ঢালাও ভাবে অনেকেই পুলিশ কে দোষারোপ করছেন বাস্তব হলো পুলিশের ক্ষমতার আওয়তায় এই ব্যাবসা নাই এটা ৮০% র‌্যাব এবং ডিবির নিয়ন্ত্রণে । আশ্চর্যজনক ভাবে একটা বাল্য বিবাহের ঘটনা বা গ্রাম্য সালিসের দোররা বাজীর ঘটনা যে রকম কভার পায় তার ১% ভাগ ও এরকম অন্যায়ের কভারেজ পায় না, বিশেষ ভাবে প্রথম আলো এবং মোটামুটি সকল পত্রিকার ক্রাইম রিপোর্টার রা নিজেদের হেড লাইনের রসদ এবং গ্রেফতার কোন সন্ত্রাসীর ফোটো সেশনের সুযোগের লোভে ডিবি এবং র‌্যাবের সাথে সুস্পর্ক বজায় রেখে চলেন , অনেকাংশে এই চরিত্রহীন সাংবাদিক রা অত্যাচারের অংশিদার এবং সমোঝতার দালাল হিসাবেও কাজ করেন ।

কিছু ছাগল ঐ পোস্টে জামাত/লীগের তেনা পেঁচাইতেছে , তাদের কে বলি আরে ভুদাই নিরাপত্তা তোমার অধিকার নিজের সার্থে কমপক্ষে এক প্লাট ফর্মে দাড়ানো উচিৎ । এরকম অত্যাচার যে কত ভয়াবহ অপরাধ তা বিদেশের মাটিতে আসলে বুঝতা । সবচেয়ে ভয়াবহ অংশ টা হলো এরকম নির্যাতনের সারিরিক ক্ষত হয়ত সেরে যায় কিন্তু এর মানষিক প্রভাব অপুরনীয় এবং তা শুধু ব্যাক্তি তে সিমাবদ্ধ থাকে না। এতে ভিকটিমের পরিবার এবং সমাজ ও ভিষন ভাবে ক্ষতিগ্রস্হ হয় । এভাবে ব্যাপারটা হাল্কা করলে এর বিস্তারে একদিন নিজেকে বা কোন আপনজন কে দেখতে হবে, সে দিন পাশের জন আবার কারো নাম নিয়ে তোমার সমস্যা হাল্কা করে দেখবে ।

আশা করি এরকম অন্যায়ের বিরুদ্ধে সকল ব্লগার মত/দল ভেদ ভুলে একাত্বতা প্রকাশ করবেন । সেই সাথে যখন, যেখানে, যেভাবে, পারি অসাধু দায়ীত্বহীন সাংবাদিক/সংবাদপত্র, ডিবি এবং র‌্যাবের নির্যাতন বিরোধী জনমত গড়ে তুলি । প্রার্থনা করি সৃস্টিকর্তা মামুন বিদ্রোহী কে অতিশিঘ্র শারিরিক/মানসিক ভাবে সামলিয়ে উঠতে সহায় হউন । মামুন বিদ্রোহীর পোস্ট Click This Link বিঃ দ্রঃ মামুন বিদ্রোহীর ব্লগে একসময়ের কথা কাটা কাটির জেরে আমি ব্লকড তাই ঐ পোস্টের মন্তব্য হিসাবে এখানে পোস্ট করলাম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।