আমাদের কথা খুঁজে নিন

   

সোনাগাজীতে পৃথক ঘটনায় নিহত-২ ॥ আহত-১২

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন ,ফেনী গত শনিবার বিকেলে সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য উৎপাদন ও সম্প্রসারণ খামারে নদী থেকে পানির পাইপ লাইন সংযোগ করার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত ও ১২ জন আহত হয়। অপর ঘটনায় বউয়ের সাথে অভিমান করে বাসর রাতে এক যুবক আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় অবস্থিত একমাত্র সরকারী মৎস্য উৎপাদন ও সম্প্রসারণ খামারে মুহুরী নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে পানির লাইন সংযোগ করার সময় মাটি চাপা পড়ে ফেনী ফরহাদ নগর এলাকার সামছুল হকের ছেলে জিয়াউল হক (২৮) নামের এক যুবক নিহত হয়। এই সময় তার সাথে থাকা অপর ১২জন শ্রমিক আহত হয়েছে। আহতরা হচ্ছে নুর করিম (২৫), আহসান উল্যাহ্ (৪০), ইব্রাহীম (২৮), নুর আলম (২২), নুর করিম (২৬), আনোয়ার হোসেন (২৭), মোশারফ হোসেন (৩০), গাজী (৩২), হেলাল (২০), শাহ জাহান (২৪), আফছার (২০), সবুজ (২২)।

আহতদের মাঝে ইব্রাহীম, নুর আলম, নুর করিম, আনোয়ার হোসেন আশংকাজনক অবস্থায় ফেনী ও সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা বিভিন্ন কিনিক ও সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করছে। খবর পেয়ে সোনাগাজী থানার এস,আই আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং ফেনী ফায়ার সার্ভিসের ডিএডি দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ এবং আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠায়। উক্ত মৎস্য খামারের ম্যানেজার বেলাল হোসেন জানান, নিক্সন ও সুজন এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১৩ লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন উক্ত প্রকল্পের পরিকল্পনার অভাবে এই দূর্ঘটনা ঘটেছে। এই ব্যাপারে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী নিকসনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উক্ত কাজের সাথে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে।

সোনাগাজী থানা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম,গালিভ খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন। সোনাগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। অপরদিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামের মোস্তফা সেলিম (২৬) নামের এক যুবক বউয়ের সাথে অভিমান করে বাসর রাতেই গাছের সাথে রশি টাঙ্গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, গত শুক্রবার একই ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামের আবুল কালামের মেয়ে বিবি ফাতেমা (১৮) এর সাথে চরলামছি গ্রামের মজিবুল হকের ছেলে মোস্তফা সেলিমের সাথে বিয়ে হয়। বিয়ের সময় খাওয়া-দাওয়া কে কেন্দ্র করে তার পিতার সাথে ভাগবিতণ্ডতা হয়েছিল।

বউ নিয়ে বাড়িতে এসে রাতে সবাইর সাথে পরদিন বৌ-ভাতের খাওয়ার জন্য আনুষাঙ্গিক কাজ সম্পূর্ণ করে বাসর ঘরে গিয়ে বউয়ের সাথে কথা বলে বেরিয়ে এসে পাশের বাড়ির একটি আমগাছের সাথে রশি টাঙ্গিয়ে গলাল ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সোনাগাজী থানার এস,আই আব্দুল ওহিদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এই বিষয়ে সোনাগাজী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।