আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে অনেক অনেক অনেক ভালবাসি মা।

শিশুতোষ যে কোন রচনা।  

১. "যখন আমি একটুখানি চোখের আড়াল হই- আকুল হয়ে ডাকেন, 'আমার সোনাপাখি কই?' যখন আমি সামনে থাকি আদরে দেন ঢেকে, আগলে রাখেন আমায় শত বিপদ-আপদ থেকে। দুষ্টুমিতে মাতলে করেন আদর মাখা শাসন, তার বুকেরই মধ্যিখানে পাতা আমার আসন। যখন আমি কষ্টে ভাসি কান্না দু'চোখ জুড়ে, আচল তলে ঢেকে ভরান জীবন গানে-সুরে। যখন আমি সুখে থাকি মনের ডানা মেলে, সময় কাটাই তাঁরই সাথে হেসে গেয়ে খেলে।

বলেন বড় মানুষ হতে বলেন,'ছড়াও আলো' এসব আমার মায়ের গল্প, মাকে বাসি ভালো। " (আমার সবচাইতে প্রিয় কবিতা; "মনের রঙীন স্বপ্নগুলো"তে প্রকাশিত) ২. মায়ের চোখে আমার ছবি কাজল দিয়ে আঁকা আমার হৃদয় মায়ের আদর ভালবাসায় মাখা আমার ছোট্ট দেহখানি মায়ের আঁচল ঢাকা হারিয়ে গেলে আমি মায়ের করবে যে বুক খাঁ খাঁ আমার জন্য মা রেখেছে স্বপ্ন ঝুরির ঝাকা আমি ছাড়া তার পৃথিবী শূন্য; ভীষন ফাঁকা। আমার জন্য তার সারাদিন যত্নে তুলে রাখা মায়ের এমন ভালবাসায় আমার বেঁচে থাকা। উৎসর্গ: আমার আম্মু এবং আমার পুচকি মামনি (আমার মেয়ে) মা'কে ভালবাসি কোন নির্দিষ্ট দিনে নয়। প্রতিদিন।

প্রতিক্ষণ। আর এই ভালবাসাটা মেলে ধরি বিশেষ বিশেষ কোন দিনে। আজ সেই দিন। মা, আম্মু, সোনা মা. মামনিটা, তোমাকে অনেক অনেক অনেক ভালবাসি মা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.