আমাদের কথা খুঁজে নিন

   

মায়রে মত নাই দরদী

পঙ্খিরাজে চাদেঁর দেশে
মায়ের মত নাই দরদী পাইবেনা কেউ খুঁজিয়া, চোখের জলে বুক ভেসে যায় সন্তানের লাগিয়া । সন্তান পেলে একটু ব্যথা মায়ে জানে সেই কথা, আহার নিদ্রা ভুলে গিয়ে ভিজায় চোখের পাতা। দূর বিদেশে সন্তান গেলে কান্দে রাত জাগিয়া । এই জগতে মায়ের সাথে নাই যে কোন তুলনা, প্রসবের সেই যন্ত্রনা মা ছাড়া কেউ বুঝবেনা। দরদী মা সব ভুলে যায় সন্তানের মুখ দেখিয়া। মায়ের বুকের দুধে আছে অমূল্য প্রেম সুধা, পরাণ বাঁচায় অসুখ হলে মিটায় তৃষ্ণা ক্ষুধা। সারা জীবন শোধ হবেনা চরণ সেবা করিয়া ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।