আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের সিনেট প্যানেলে অভিবাসন বিল পাশ

মঙ্গলবার সিনেটের জুডিশিয়ারি কমিটিতে বিলটি ১৩-৫ ভোটে পাশ হয়। কমিটির এই অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। বিলটি তার উদ্দেশ্যেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানান তিনি। অভিবাসননীতি সংস্কার চলতি বছরে ওবামার নির্ধারিত লক্ষ্যগুলোর মধ্যে শীর্ষে আছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওবামা বলেন, “দ্বিপাক্ষিক এই বিলটিকে সম্ভাব্য সুযোগ ব্যবহার করে দ্রুততার সঙ্গে সিনেটে পূর্ণাঙ্গ বিতর্কে তোলার জন্য আমি সিনেটকে উৎসাহিত করছি আর এর মাধ্যমে বিষয়টির আরো অগ্রগতি হবে বলে আশা করছি।” প্রস্তাবিত বিলে আগামী ১৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করে নেওয়ার কৌশল গ্রহণ করা হয়েছে। এছাড়া বিলে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলজুড়ে বিস্তৃত সীমান্তে আরো কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। এই সীমান্ত পথেই সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এই বিলে বিদেশ থেকে বিশেষ করে ভারত ও চীন থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের নিয়ে আসার বিষয়ে উচ্চপ্রযুক্তির কোম্পানিগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার কথাও বলা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.